সস্তা Redmi 10A ভারতে আসছে 20 এপ্রিল, বড় ব্যাটারি সহ থাকবে ৬ জিবি পর্যন্ত র‌্যাম

সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড রেডমি চীনের বাজারে লঞ্চ করেছে Redmi 10A স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটে ১৩ মেগাপিক্সেল একক রিয়ার ক্যামেরা, MediaTek Helio G25 প্রসেসর এবং ৬ জিবি পর্যন্ত র‍‍্যাম রয়েছে। এছাড়াও এই রেডমি ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৮ জিবি স্টোরেজ সহ চীনা বাজারে পা রেখেছে। আর এখন আবার একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, রেডমি চলতি মাসে ভারতের বাজারেও এই বাজেট হ্যান্ডসেটটি উন্মোচন করতে চলেছে৷ আশা করা হচ্ছে এদেশে Redmi 10A-এর লঞ্চ ইভেন্টটি আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। যদিও, সংস্থার পক্ষ থেকে আপকামিং ফোনটির লঞ্চের নির্ধারিত তারিখটি এখনও নিশ্চিত করা হয়নি৷

Redmi 10A-এর ভারতে আসছে চলতি মাসেই

প্যাশনেট গিকজ (Passionate Geekz)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, আগামী ২০ এপ্রিল ভারতে আপকামিং রেডমি ১০এ-এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে সংস্থা। হ্যান্ডসেটটির দাম এদেশে ১০,০০০ টাকারও নীচে রাখা হবে বলে আশা করা হচ্ছে। রেডমি ১০এ-এর ভারতীয় ভ্যারিয়েন্টটি দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। আবার এটি ব্ল্যাক, ব্লু এবং গ্রে- এর মতো কালার অপশনগুলিতেও আত্মপ্রকাশ করবে।

জানিয়ে রাখি, গত সপ্তাহে রেডমি ১০এ-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৯৯ ইউয়ান (প্রায় ৮,৩০০ টাকা) দামে চীনা বাজারে লঞ্চ করা হয়েছিল। এছাড়া, এই ফোনের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল গুলির দাম রাখা হয় যথাক্রমে ৭৯৯ ইউয়ান (প্রায় ৯,৫০০ টাকা) এবং ৮৯৯ ইউয়ান (প্রায় ১০,৭০০ টাকা)। রেডমি ১০এ চীনে শ্যাডো ব্ল্যাক, স্মোক ব্লু এবং মুনলাইট সিলভার- এই তিনটি কালারে উপলব্ধ রয়েছে।

রেডমি ১০এ-এর স্পেসিফিকেশন (Redmi 10A Specifications)

রেডমি ১০এ ফোনে আছে ৬.৫৩ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে, যা ৩০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লেটিতে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিজাইন রয়েছে। এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এতে সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ মিলবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই রেডমি ফোনটির স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত সম্প্রসারণও করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Redmi 10A-এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে। আবার সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 10A একটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।