Redmi 10A আসছে 256 জিবি মেমোরি সহ, লঞ্চের আগে ফিচার সহ দেখা গেল MIIT সাইটে

রেডমি তাদের একটি নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি Redmi 10A নামে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই ডিভাইসটি চীনের TENAA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই সাইটের তালিকাটি আসন্ন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সম্পর্কীত বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। এখন আবার Redmi 10A চীনের আরেক সার্টিফিকেশন সাইট এমআইআইটি (MIIT) থেকে অনুমোদন লাভ করলো। এর পাশাপাশি এই ফোনের TENAA তালিকায় আরও কিছু নতুন তথ্যও যুক্ত হয়েছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপকামিং Redmi 10A সম্পর্কে ঠিক কি কি তথ্য সামনে এল।

Redmi 10A পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

220233L2C মডেল নম্বর সহ রেডমি ১০এ ফোনটি এমআইআইটি সাইট থেকে সার্টিফিকেশন লাভ করেছে। মডেল নম্বরের ‘C’ সাফিক্সটি নির্দেশ করে যে, এটি একটি চীনা মডেল হবে। সার্টিফিকেশন সাইটের লিস্টিংটি প্রকাশ করেছে, এই ফোনটি ২ জিবি, ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম সহ আসবে। আবার এটি ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি, এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনেও পাওয়া যাবে। রেডমি ১০এ অ্যান্ড্রয়েড ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিনে রান করবে এবং এতে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

অন্যদিকে, টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে রেডমি ১০এ হ্যান্ডসেটটির ছবিও প্রকাশ করা হয়েছে। যা নির্দেশ করে এই স্মার্টফোনে একটি বড় ক্যামেরা মডিউল উপস্থিত, যার মধ্যে একটি সিঙ্গেল ক্যামেরা সিস্টেম দেওয়া হবে। ব্যাক প্যানেলে একটি রেডমি ব্র্যান্ডিং এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখতে পাওয়া যাবে।

এছাড়া, এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলি আগেই প্রকাশ্যে এসেছে। Redmi 10A (220233L2C) এর চাইনিজ মডেলে ৬.৫৩ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রেজোলিউশন ৭২০ x ১,৬০০ পিক্সেল। ফটোগ্রাফির জন্য, এই ফোনের ব্যাক প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সিস্টেম এবং ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেখা যাবে। আবার, Redmi 10A-এর 3C সার্টিফিকেশনটি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

উল্লেখ্য, এর আগেই একটি রেডমি ফোন একই মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং পোর্টালে উপস্থিত হয়েছিল। ডিভাইসটি সিঙ্গেল-কোর টেস্টে ৭৯১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৬৩০ পয়েন্ট অর্জন করেছে। এই আসন্ন ফোনটি মিডিয়াটেক হেলিও জি ২৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার ক্লকস্পিড ২.০ গিগাহার্টজ। এছাড়াও, এতে ৪ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ থাকবে।