পুজোর পরেও চাহিদা কমেনি, Tata-র বিজয়রথ নভেম্বরেও অব্যাহত, গাড়ি বিক্রি 55% বাড়ল

উৎসবের মরসুম শেষ হলেও চাহিদা এতটুকু কমেনি। নভেম্বর মাসে গাড়ির বিক্রিবাটা হাসি ফোটালো টাটা মোটরস (Tata Motors)-এর মুখে। গত মাসে তাদের ৭৫,৪৭৮ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, ২০২১-এর ওই মাসে বেচাকেনার পরিমাণ ছিল ৬১,১৯২টি। ফলে এবারের বিক্রিতে ২১% অগ্রগতি ঘটেছে। এদিকে দেশের বাজারে গত মাসে তাদের ৭৩,৪৬৭টি প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের নভেম্বরের চেয়ে ১৫,৩৯৪টি বেশি।

যাত্রী গাড়ির বিক্রিতেও গত মাসে জোয়ার দেখেছে টাটা। নভেম্বরে বিক্রির পরিমাণ ৪৬,৪২৫ ইউনিট থাকায় ২০২১-এর একই সময়ের (২৯,৯৪৭) চাইতে ৫৫% বিক্রি বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রি বৃদ্ধির হার বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সর্বাধিক। আগের বছর যেখানে ব্যাটারি চালিত গাড়ির বিক্রির অঙ্ক ছিল ১,৮১১, সেখানে গত মাসে ৪,৪৫১ ইউনিট বিক্রির ফলে সংশ্লিষ্ট ব্যবসায় ১৪৬ শতাংশ উত্থান ঘটেছে।

আবার গত মাসে বিদেশের বাজারে টাটা মোট ৩৮৮ ইউনিট গাড়ি সরবরাহ করেছে। গত বছর ওই মাসে যার পরিমাণ ছিল মাত্র ১৬৯ ইউনিট। ফলে এবারে রপ্তানিতে ১৩০ শতাংশ জোয়ার প্রত্যক্ষ করেছে টাটা মোটরস। গত মাসের বিক্রির পারফরম্যান্সের উপর ভিত্তি করে বর্তমানে মারুতি সুজুকি এবং হুন্ডাইয়ের পর তৃতীয় সর্বাধিক বৃহত্তম গাড়ি বিক্রেতা হল টাটা।হুন্ডাইয়ের চাইতে ২,০০০টি গাড়ি কম বিক্রি হয়েছে টাটার।

বাণিজ্যিক গাড়ির প্রসঙ্গে বললে, এ বছর নভেম্বরে ভারতের বাজারে তাদের বেচাকেনা হয়েছে ২৭,৪৩০ ইউনিট। গত বছর ওই সময়ে বিক্রির পরিমাণ ২৮,২৯৫ থাকায় এবারের বিক্রতে ৩ শতাংশ পতন ঘটেছে। তবে ইন্টারমিডিয়েট এবং লাইট কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে বিক্রির ভাটা সর্বাধিক। গত বছরের তুলনায় এবারে ১,৬৩৭টি মডেল কম। যদিও এমএইচসিভি সেগমেন্টের বিক্রি ৬,২৬৬ ইউনিট থেকে বেড়ে ৮,৮৭৯ ইউনিট হওয়ায় বেচাকেনায় ৪২% উত্থান ঘটেছে। তবে কমার্শিয়াল ভেহিকেলের রপ্তানি গত বরের চাইতে ৫৯% হ্রাস হয়েছে।