Redmi 10C পনেরো হাজারের কমে 50MP ক্যামেরা ও Snapdragon 680 প্রসেসরের সাথে লঞ্চ হল

শাওমি (Xiaomi) সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তাদের নতুন বাজেট স্মার্টফোন Redmi 10C লঞ্চ করল। Redmi 10 সিরিজের এই নতুন হ্যান্ডসেটে Snapdragon 680 প্রসেসর, বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে। Redmi 10C-এর দাম, স্পেসিফিকেশন,ও ফিচারগুলি নীচে আলোচনা করা হল।

Xiaomi Redmi 10C স্পেফিকেশন ও ফিচার

রেডমি ১০সি স্মার্টফোনের সামনে ওয়াটারড্রপ নচযুক্ত ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। তবে ডিসপ্লে সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ না হওয়ায় সেটি এইচডি নাকি ফুল-এইচডি রেজোলিউশন সাপোর্ট করবে, তা নিশ্চিত করা যাচ্ছে না। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১১ এবং এমআইইউআই ১৩ প্রি-ইনস্টলড করা হয়েছে।

রেডমি ১০সি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সাথে এসেছে। এটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। ফটোগ্রাফির জন্য স্মাটফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এছাড়া রেডমি ১০সি একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ১০ ওয়াট চার্জিং যুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করা যায়নি।

Xiaomi Redmi 10C দাম

রেডমি ১০সি নাইজেরিয়ার বাজারে এখন উপলব্ধ। সেখানে হ্যান্ডসেটটির ৪ জিবি / ৬৪ জিবি এবং ৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ৭৮,০০০ এনজিএন (প্রায় ১৪,৪১৮ টাকা) এবং ৮৭,০০০ এনজিএন (প্রায় ১৬,০৮১ টাকা)। এটি কালো, সবুজ, এবং নীল রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

উল্লেখ্য, Redmi 10C ভারতে Redmi 10 নামে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। আবার এও দাবি করা হয়েছে, এই স্মার্টফোনটি Poco C4 নামেও এ দেশে আসতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ বা এপ্রিলের মধ্যেই স্মার্টফোন দু’টি ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে।