Redmi 22041219C স্মার্টফোন বাজেট রেঞ্জে শীঘ্রই বাজারে পা রাখছে, পেল 3C সার্টিফিকেশন

Xiaomi-র সাব ব্র্যান্ড Redmi আগামী কয়েক মাসের মধ্যে একাধিক স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এরমধ্যে রয়েছে Redmi K50 সিরিজ, Redmi Note 11E Pro, Redmi 10A। এছাড়াও সংস্থার আরও একটি ডিভাইস শীঘ্রই আসতে চলেছে, যার মডেল নম্বর 22041219C। সম্প্রতি এই ফোনকে চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। Xiaomiui-র‌ রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসটি রেডমি ব্র্যান্ডের অধীনে আসবে।

3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Redmi 22041219C মডেল নম্বরের ফোনটি বাজেট রেঞ্জে আসবে। এতে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে লিস্টিং থেকে আর কোনো তথ্য সামনে আসেনি।

যেমনটা আগে বলেছি, একাধিক রেডমি স্মার্টফোন শীঘ্রই বাজারে পা রাখবে। এরমধ্যে Redmi K50 সিরিজের অন্তর্গত Redmi K50 ফোনের মডেল নম্বর থাকবে 22021211RC। আবার Redmi K50 Pro ফোনটি 220411211AC মডেল নম্বর সহ আসবে। এই দুটি ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া ডিভাইসগুলিতে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৮০০০ ও স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর‌। আবার এই সিরিজে Redmi K50 Pro+ নামে একটি মডেল থাকবে, যাতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর থাকবে।

অন্যদিকে Redmi Note 11E Pro মডেলের কথা বললে, এই ফোনটি Redmi Note 11 Pro 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসতে পারে, যাতে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আবার ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও হেলিও জি২৫ প্রসেসর সহ লঞ্চ হতে পারে Redmi 10A।