সুখবর, ভারতীয় Redmi 8 ও Redmi 8A ইউজারদের জন্য এল MIUI 12 আপডেট

গতবছর এপ্রিলে Xiaomi তাদের নতুন কাস্টম ওএস MIUI 12 লঞ্চ করেছিল। ইতিমধ্যেই সংস্থার বহু স্মার্টফোনে এই ওএস এর আপডেট চলে এসেছে। এবার রেডমির দুটি সস্তা স্মার্টফোন, Redmi 8 ও Redmi 8A এর জন্য এমআইইউআই ১২ আপডেট আনা হল। যদিও গ্লোবাল মার্কেটে কয়েক সপ্তাহ আগেই এই দুটি ফোন নতুন ওএস এর আপডেট পেয়েছিল। তবে আজ থেকে ভারতীয় রেডমি ৮ এবং রেডমি ৮এ ইউজাররাও এই আপডেট পেতে শুরু করলো।

রিপোর্ট অনুযায়ী, Redmi 8 এর জন্য আসা এই নতুন আপডেটের ফার্মওয়্যার ভার্সন V12.0.1.0.QCNINXM এবং ডাউনলোড সাইজ ২.১ জিবি। অন্যদিকে Redmi 8A এর ফার্মওয়্যার ভার্সন V12.0.1.0.QCPINXM। এর আপডেটের সাইজ ১.৮ জিবি।

তবে মনে রাখবেন এই আপডেট অ্যান্ড্রয়েড ১০ বেসড। এখনও জানা যায়নি অ্যান্ড্রয়েড ১১ বেসড আপডেট এই ফোন দুটি পাবে কিনা। প্রসঙ্গত রেডমি ৮ এবং রেডমি ৮এ ফোন দুটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড এমআইইউআই ১০ কাস্টম স্কিনের সাথে লঞ্চ হয়েছিল।

এমআই ফোরাম অনুযায়ী, আপাতত এই আপডেট স্টেবল বিটা পর্যায়ে আছে। অর্থাৎ এক্ষুনি সবাই আপডেটটি নাও পেতে পারে। তবে কোম্পানি যদি টেস্টার ইউজারদের থেকে অভিযোগ না পায় তাহলে শীঘ্রই আপডেটটি সবার জন্য রোল আউট করবে।