Redmi 9 Activ সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে, অফার দেখে নিন

৩রা অক্টোবর থেকে শুরু হওয়া Amazon Great Indian Festival সেল আজ সপ্তদশীর ছোঁয়ায় এর। প্রায় তিন সপ্তাহের এই সফরে সেলটি একাধিক লোভনীয় অফারের সাথে প্রলুব্ধ করেছে ক্রেতাদের। আর ক্রেতারাও যে ভরপুর ফায়দা তুলেছে এই সেলের, তা বিক্রয়ের পরিসংখ্যান দেখেই স্পষ্ট। যাইহোক, সেলটি আজ ১৭ দিনে পা রাখলেও, অফার ও ডিলসের কোনো কমতি দেখা যাচ্ছে না। বরং যত দিন যাচ্ছে অফার ও ডিসকাউন্টের পরিমাণ আরো বাড়তে থাকছে। যেমন, Amazon Great Indian Festival সেলে এখন Redmi 9 Activ অনেক কমে পাওয়া যাচ্ছে। Redmi 9 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে গত মাসে এই হ্যান্ডসেটটি লঞ্চ করা হয়েছিল। সেই সময়ে এটির প্রারম্ভিক দাম ছিল ৯,৪৯৯ টাকা। তবে আজ ফোনটি ১,০০০ টাকা ডিসকাউন্টের সাথে ৮,৪৯৯ টাকায় কেনার সুযোগ দেওয়া হচ্ছে। সাথে বিদ্যমান ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে উক্ত ফোনকে সর্বাধিক সস্তায় অর্থাৎ মাত্র ৭,৬৫০ টাকায় বাড়ি নিয়ে আসা যাবে।

Redmi 9 Activ দাম ও অফার

ভারতে, রেডমি ৯ অ্যাক্টিভ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছিল ৯,৪৯৯ টাকা। তবে এখন, চলমান অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোনটি পুরো ১,০০০ টাকার ডিসকাউন্টের সাথে মাত্র ৮,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া, Axis, IndusInd এবং Citi bank এর ক্রেডিট বা ডেবিট কার্ড হোল্ডাররা পেমেন্টের সময়ে অতিরিক্ত ১০% বা প্রায় ১,২৫০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

ফলে, আপনারা যদি ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারেন, তবে রেডমির এই বাজেট হ্যান্ডসেট ৭,৬৫০ টাকায় পকেটস্থ করতে পারবেন। রেডমি ৯ অ্যাক্টিভ কার্বন ব্ল্যাক, কোরাল গ্রিন এবং মেটালিক পার্পেল কালারে বেছে নেওয়া যাবে।

Redmi 9 Activ স্পেসিফিকেশন

রেডমি ৯ অ্যাক্টিভ স্মার্টফোনে, ২০:৯ এসপেক্ট রেশিও যুক্ত একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেখা যাবে। ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ (MIUI 12) কাস্টম ওএস স্কিনে চলবে।

Redmi 9 Activ ফোনে ডুয়েল-রিয়ার ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ১৩ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) ডেপ্থ সেন্সর। একই সাথে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার, সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Redmi 9 Activ ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ব্লুটুথ, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এই হ্যান্ডসেটে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ফুল চার্জে ৩৫ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ ও ৩০ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন