হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Redmi 9 Prime, কোথা থেকে কিনবেন জেনে নিন

গত কয়েকদিনে রেডমি তাদের মিড রেঞ্জ ও বাজেট ফোন Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 এর দাম কমিয়েছিল। এবার Redmi 9 Prime…

গত কয়েকদিনে রেডমি তাদের মিড রেঞ্জ ও বাজেট ফোন Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 এর দাম কমিয়েছিল। এবার Redmi 9 Prime ফোনটিরও দাম কমার খবর সামনে এল। যদিও কোম্পানির তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি। তবে ই-কমার্স সাইট এবং কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটিকে বিক্রিত দামের তুলনায় সস্তায় তালিকাভুক্ত করা হয়েছে। রেডমি ৯ প্রাইম ফোনটি এখন ১,০০০ পর্যন্ত টাকা কমে পাওয়া যাচ্ছে।

Redmi 9 Prime এর নতুন দাম

রেডমি ৯ প্রাইম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ৯,৪৯৯ টাকায় কেনা যাচ্ছে। যেখানে এই ভ্যারিয়েন্টের আগে দাম ছিল ৯,৯৯৯ টাকা। আবার ১১,৯৯৯ টাকার বদলে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

Redmi 9 Prime ফোনটি চারটি কালারে উপলব্ধ- মিন্ট গ্রীন, সানরাইজ ফ্লেয়ার, স্পেস ব্লু এবং ম্যাট ব্ল্যাক। ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির অফিসিয়াল সাইট mi.com থেকে ফোনটি নতুন দামে পাওয়া যাবে।

Redmi 9 Prime এর স্পেসিফিকেশন

রেডমি ৯ প্রাইম ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৪০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১১ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।

আবার Redmi 9 Prime ফোনটি ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্টের সাথে ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এই ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আবার পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন