দাম শুরু ৭ হাজার টাকা থেকে, Redmi 9A Sport আকর্ষণীয় অফারে কেনার সুযোগ

আজ বছরের শেষ দিন। স্বাভাবিক ভাবেই মানুষ উৎসবের আমেজে মেতেছেন। আর সেই আবেশ কে সঙ্গী করেই যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। কারণ, Amazon-আপনার জন্য নিয়ে এসেছে সস্তায় চিত্তাকর্ষক ফিচারযুক্ত স্মার্টফোন ঘরে আনার অবিশ্বাস্য সুযোগ। ই কমার্স সাইটটিতে Redmi 9A Sport স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্টের সাথে। উল্লেখ্য, স্মার্টফোনটি চলতি বছরের সেপ্টেম্বর মাসেই লঞ্চ করেছে। যদিও, ফোনটির ফিচার পূর্ববর্তী Redmi 9A ফোনের মতোই রাখা হয়েছে।

Redmi 9A Sport দাম ও সেল অফার

ভারতে, রেডমি ৯এ স্পোর্ট স্মার্টফোনটির দাম শুরু হয়েছে ৬,৯৯৯ টাকা থেকে। এই দামে ফোনটির ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলটি কেনা যাবে। আবার ফোনটির অপর ভ্যারিয়েন্ট ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলটির দাম পড়বে ৭,৯৯৯ টাকা।

অফারের কথা বললে, অ্যামাজন থেকে এই মুহুর্তে ফোনটি কেনার সময় সিটি ইউনিয়ন ব্যাংকের ডেবিট কার্ড বা অ্যাক্সিস মাইলস অ্যান্ড মোর এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার, অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড মারফত ফোনটি কিনলেও মিলবে ৫% অতিরিক্ত ছাড়। পাশাপাশি, এইচএসবিসি ক্যাশ ব্যাক কার্ডের সাথে থাকছে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। শুধু তাই নয়, এরসাথে পাওয়া যাবে দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও। রেডমি ৯এ স্পোর্ট কেনার সময় পুরোনো ফোন বদল করলে ২ জিবি ও ৩ জিবি ভ্যারিয়েন্ট দুটির ক্ষেত্রে যথাক্রমে ৬,৬৬০ টাকা ও ৭,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। উল্লেখ্য, ফোনটি কার্বন ব্ল্যাক, কোরাল গ্রীন, মেটালিক ব্লু, এই তিনটি কালারে বেছে নেওয়া যাবে।

Redmi 9A Sport স্পেসিফিকেশন

রেডমি ৯এ স্পোর্ট ফোনে আছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১৬০০ পিক্সেল) টিএফটি ডিসপ্লে যা ২০:৯ আসপেক্ট রেশিও, ১৫০০:১ কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে ফেস আনলক ফিচার উপস্থিত। এছাড়া অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম স্কিনে চালিত এই স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ এর পাওয়ারফুল ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফোনটি ৩ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। যদিও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানোর ব্যবস্থা আছে।ক্যামেরার কথা বললে, ডুয়েল সিম বিশিষ্ট Redmi 9A Sport ফোনটিতে এফ/২.২ অ্যাপারচারের ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। এরসাথে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।