আইফোনের ইতিহাসে প্রথমবার, Apple iPhone 16 Pro ও 16 Pro Max সবচেয়ে বড় ডিসপ্লের সাথে আসছে

Apple iPhone 16 Pro মডেলে ৬.৩-ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেখা যাবে। যেখানে iPhone 16 Pro Max ফোনে তুলনায় আরো বড় অর্থাৎ ৬.৯-ইঞ্চির টাচ-স্ক্রীন দেওয়া হবে হয়তো

টেক জায়ান্ট Apple চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে, সম্ভবত সেপ্টেম্বরে তাদের আপকামিং আইফোন সিরিজ iPhone 15 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও আসন্ন লাইনআপটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই, ২০২৪ সালে উন্মোচিত হতে চলা iPhone 16 সিরিজের সম্ভাব্য ফিচার অনলাইনে ফাঁস হচ্ছে। যেমন হালফিলে ‘ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টস’-এর টেক বিশ্লেষক রস ইয়ং (Ross Young) দাবি করেছেন যে, ১৬তম প্রজন্মের আইফোন সিরিজের প্রিমিয়াম মডেলগুলি নন-প্রো (Pro) ভার্সনের তুলনায় বড় ডিসপ্লে সহ আসবে।

রস ইয়ং বলেছেন যে – অ্যাপল আইফোন ১৬ প্রো (Apple iPhone 16 Pro) মডেলে ৬.৩-ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেখা যাবে। যেখানে আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max) ফোনে তুলনায় আরো বড় অর্থাৎ ৬.৯-ইঞ্চির টাচ-স্ক্রীন দেওয়া হবে হয়তো। যদি এই তথ্য সত্যি হয়, তবে প্রথমবারের জন্য টিম কুকের সংস্থাটি তাদের কোনো আইফোন লাইনআপের জন্য এত বড় ডিসপ্লে সাইজ অফার করবে।

দেখতে গেলে, অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাতাদের মধ্যে প্রতি বছর লেটেস্ট ডিভাইসগুলিকে পূর্বসূরিদের তুলনায় বড় ডিসপ্লে সাইজের সাথে নিয়ে আসার একটা ট্রেন্ড বিশেষভাবে লক্ষ্যণীয়। অবশেষে Apple-ও হয়তো এই ট্রেন্ডে গা ভাসতে চলেছে।

প্রসঙ্গত ২০২৪ সালে আসন্ন আইফোন ১৬ সিরিজের অধীনে – আইফোন ১৬ (iPhone 16), আইফোন ১৬ প্লাস (iPhone 16 Plus), আইফোন ১৬ প্রো (iPhone 16 Pro) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max), এই চারটি মডেল নিশ্চিতভাবে আসবে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, অ্যাপল হয়তো আইফোন ১৬ আল্ট্রা (iPhone 16 Ultra) নামক আরেকটি হাই-এন্ড মডেলকেও উক্ত লাইনআপে অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ আগামী বছর পাঁচটি আইফোনকে লঞ্চ হতে দেখতে পারি আমরা। আশা করা হচ্ছে, এই ‘আল্ট্রা’ ফোনটি অন্যান্য মডেলের তুলনায় উন্নত ক্যামেরা সেটআপ, বড় ডিসপ্লের পাশাপাশি আরও একাধিক অ্যাডভান্স বৈশিষ্ট্য সহ আসবে এবং এটি টপ-অফ-দ্য-লাইন অফারিং হবে হয়তো।