Redmi: রেডমির প্রায় দু’বছরের পুরনো এই স্মার্টফোনে Android 12-এর সাথে MIUI 13 আপডেট এল

চলতি বছর শুরু হওয়ার পর থেকেই শাওমি, রেডমি, পোকোর নির্বাচিত স্মার্টফোনগুলিতে Android 12 নির্ভর MIUI 13 আপডেট রোলআউট শুরু হয়েছিল। সাম্প্রতিক কালে সংস্থার একাধিক প্রিভিয়াম ও মিড-রেঞ্জে হ্যান্ডসেটে ওই আপডেট ঢোকার খবর সামনে এসেছে। তার মধ্যে অধিকাংশ সংস্থার লেটেস্ট মডেল। তবে শাওমি তার পুরনো হ্যান্ডসেটেও নতুন সিস্টেম আপডেট দেওয়ার কথা মনে রেখেছে।

রিপোর্ট অনুযায়ী, চিনে ২০২০ সালের মার্চে লঞ্চ হওয়া Redmi K30 Pro Zoom Edition স্মার্টফোনের জন্য MIUI 13 স্টেবেল আপডেট রিলিজ করেছে শাওমি। এবং উল্লেখযোগ্য বিষয় হল, নয়া সিস্টেম আপডেটটির সাইজ ৪.৩ জিবি‌‌। অর্থাৎ মোবাইলের সফটওয়্যারে প্রচুর ইমপ্রুভমেন্ট আসতে চলেছে‌। আবার এটি Android ভার্সনকে লেটেস্ট Android 12-এ আপগ্রেড করেছে‌

উল্লেখ্য, পুরনো ভার্সনের চেয়ে MIUI 13-এর বৈশিষ্ট্যগুলি উন্নততর করে তোলা হয়েছে। যেমন স্টেবিলিটি ও প্রাইভেসি প্রোটেকশন আপগ্রেড‌। প্রাইভেসি ফিচারগুলির মধ্যে ফেস ভেরিফিকেশন প্রোটেকশন, প্রাইভেসি ওয়াটারমার্কিং, ইত্যাদি উল্লেখযোগ্য৷ একইসাথে নতুন উইজেট এবং ওয়ালপেপারও যুক্ত হয়েছে‌

এ দিকে, চলতি মাসে Redmi K30 Pro Zoom Edition-এর পাশাপাশি দ্বিতীয় ব্যাচে Xiaomi MIX 4, Xiaomi 11 Youth Edition, Xiaomi 10S, Redmi Note 10 Pro, Redmi K40 Game, Redmi K30S Extreme Commemorative Edition, Mi 10, এবং Mi 10 Pro ডিভাইস MIUI 13 আপডেট পাবে বলে ঘোষনা করেছে শাওমি।