Redmi K40S মিড রেঞ্জে Snapdragon 870 প্রসেসর ও 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল

Redmi K50 এবং Redmi K50 Pro ফোনের সাথে গতকাল রাতে Xiaomi চীনে Redmi K40S স্মার্টফোনটিও লঞ্চ করেছে। এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। Redmi K40S ফোনটি এসেছে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ। আসুন এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

রেডমি কে৪০এস ফোনের দাম (Redmi K40S Price)

রেডমি কে৪০এস ফোনের দাম শুরু হয়েছে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,৫৩০ টাকা) থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৯৩০ টাকা), ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,৩২০ টাকা) ও ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৭১০ টাকা)। ফোনটি ব্ল্যাক, গ্রে, ব্লু ও গ্রীন কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

রেডমি কে৪০এস ফোনের স্পেসিফিকেশন (Redmi K40S Specifications)

রেডমি কে৪০এস ফোনে আছে কর্নি গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) ই৪ অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইডিআর১০ প্লাস ও ১৩০০ নিটস ব্রাইটনেস অফার করবে। আবার এই ডিসপ্লে ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও ও ডলবি ভিশন সাপোর্ট করবে।

Redmi K40S ফোনে ব্যবহার করা হয়েছে, অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। যারসাথে আছে অ্যাড্রেনো‌ ৬৫০ জিপিইউ। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

ফটোগ্রাফির জন্য Redmi K40S ফোনে এলইডি ফ্ল্যাশ ‌সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট ও এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 প্রাইমারি সেন্সর, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K40S ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আবার ফোনটি ডলবি অডিও সাপোর্ট সহ এসেছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ১৯৫ গ্রাম।