Electric Bike: ফুল চার্জে 170 কিমি মাইলেজ, স্প্লেন্ডারের বাজার খেতে হাজির নতুন ই-বাইক

একসময় কমিউটার মোটরসাইকেলের দৌরাত্ম্য কেবল আইসি ভার্সনেই সীমাবদ্ধ ছিল। প্রযুক্তি নির্ভর ২০২৩-এ মানুষের যানবাহনে চড়ার সংজ্ঞাতেও বদল ঘটছে। বর্তমান দিনে অনেক মানুষ পরিবেশের প্রতি সচেতন হয়ে উঠছেন। আর এই সংখ্যাটি দিনকে দিন বেড়ে চলেছে। ক্রেতারা এখন ব্যাটারি চালিত টু হুইলার অধিক পছন্দ করছেন। একে তো জ্বালানির খরচ কম, উপরন্তু পরিবেশ সহায়ক। তাই বিভিন্ন কোম্পানি এক্ষেত্রে নিজেদের পদার্পণের সাহস দেখাচ্ছে। এবারে যেমন পিওর ইভি (Pure EV) নিজেদের একটি নতুন ইলেকট্রিক কমিউটার মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করল। যার নাম – Pure EV ecoDryft 350। এর দাম ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।

Pure EV ecoDryft 350 লঞ্চ হল

১১০ সিসির পেট্রোল চালিত কমিউটার বাইকগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে হাজির হয়েছে ecoDryft 350। ফুল চার্জে ১৭০ কিলোমিটারের বেশি পথ ছোটার প্রতিশ্রুতি দেয় এটি। সংস্থার দাবি আইসি মোটরসাইকেলের তুলনায় চলাচলের ক্ষেত্রে ৭,০০০ বা তারও বেশি টাকা বাঁচাবে। এতে অফার করা হয়েছে একটি ৩.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যার আউটপুট ৩ কিলোওয়াট (৪ বিএইচপি)।

৪০ এনএম টর্ক যুক্ত Pure EV ecoDryft 350 প্রতি ঘন্টায় ৭৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। এতে উপলব্ধ তিনটি রাইডিং মোড। পথে চলার সময় চালক নিজের প্রয়োজন মত মোড বেছে নিতে পারবেন। আবার রয়েছে রিভার্স মোড। অর্থাৎ গাড়ির মতো পেছনে চলতে পারবে এটি। ফিচারের তালিকায় রয়েছে কোস্টিং রিজেন, হিলস্টার্ট অ্যাসিস্ট, ডাউনহিল অ্যাসিস্ট এবং পার্কিং অ্যাসিস্ট। কোম্পানি জানিয়েছে এতে উপস্থিত স্মার্ট AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করবে।

প্রসঙ্গত, Hero Splendor, Honda Shine, Bajaj Platina-দের চ্যালেঞ্জ জানিয়ে বাজারে এই ই-বাইকটি আনা হয়েছে। ecoDryft 350 প্রতি মাসে মাত্র ৪,০০০ টাকার মাসিক কিস্তির বিকল্পে বাড়ি নিয়ে আসার সুযোগ দিচ্ছে পিওর ইভি। বর্তমানে এদেশে সংস্থার ১০০-র বেশি ডিলারশিপ থেকে এটি কেনা যাচ্ছে।