Redmi K50 Gaming Edition ভারতে Poco F4 GT নামে লঞ্চ হতে পারে, জল্পনা বাড়ালো ইন্টারনাল কোড

চলতি সপ্তাহেই চীনের বাজারে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ Redmi K50 Gaming Edition ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আত্মপ্রকাশ করেছে। কিন্তু সংস্থার পক্ষ থেকে এখনও এই মডেলটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। তবে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্ব বাজারে Redmi K50 Gaming Edition-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Poco F4 GT ফোনটি লঞ্চ করা হবে। উভয় হ্যান্ডসেটের নাম সহ এমআইইউআই (MIUI) কোডের একটি স্ক্রিনশটও অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, Redmi K50 Gaming Edition-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Poco F4 GT ফোনটি ভারতে Poco F3 GT- এর উত্তরসূরী হিসেবে আসবে।

Poco F4 GT আসছে Redmi K50 Gaming Edition- এর রিব্যাজড ভার্সন হিসেবে

শাওএমআইইউআই (Xiaomiui) এর তরফ থেকে টুইট করে এমআইইউআই কোডের একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, যা রেডমি কে৫০ গেমিং এডিশন এবং পোকো এফ৪ জিটি- এই উভয় ফোনের নামই দেখিয়েছে। দাবি করা হয়েছে যে, রেডমি ফোনটি ভারত এবং অন্যান্য দেশের বাজারে পোকো এফ৪ জিটি হিসাবে লঞ্চ হবে।

https://twitter.com/xiaomiui/status/1494257375280312320

প্রসঙ্গত, এই বছরের জানুয়ারিতে 21121210G মডেল নম্বর সহ একটি শাওমি হ্যান্ডসেট Poco F4 GT নামে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গিয়েছিল। তবে এখনও ফোনটির লঞ্চের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

জানিয়ে রাখি, সম্প্রতি Redmi K50 AMG F1 Champion Edition- এর সাথে Redmi K50 Gaming Edition ফোনটি চীনের বাজার আত্মপ্রকাশ করেছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৯,০০০ টাকা) থেকে শুরু হয়েছে৷ প্রকাশ্য তথ্যটি যদি সত্যি প্রমাণিত হয় তাহলে Poco F4 GT ফোনের স্পেসিফিকেশনগুলি Redmi K50 Gaming Edition-এর মতই হবে। চলতি বছরের প্রথমার্ধে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

রেডমি কে৫০ গেমিং এডিশন- এর স্পেসিফিকেশন (Redmi K50 Gaming Edition Specifications)

ডুয়েল-সিমের Redmi K50 Gaming Edition ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+(১,০৮০ x ২,৪০০ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লেটি অফার করে ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডিসপ্লেমেট এ+ (Displaymate A+) রেটিং। আবার এর উপরে আছে গরিলা গ্লাস ভিক্টাস-এর সুরক্ষা।

পারফরম্যান্সের জন্য, Redmi K50 Gaming Edition ফোনে আইও (IO Turbo) সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ব্যবহার করা হয়েছে। এটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ এসেছে। এই নতুন রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য, Redmi K50 Gaming Edition স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই মধ্যে উপস্থিত রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬৮৬ প্রাথমিক সেন্সর, ৮ মেগাপিক্সলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফির জন্য, ফোনের সামনে ২০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৫৯৬ ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান। সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi K50 Gaming Edition-এ ১২০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।