জার্মানির Zeiss গোষ্ঠী দেশের বৃহত্তম চশমার কাঁচ তৈরির কারখানা বানাবে, 5,000 চাকরি, 2,500 কোটি টাকা লগ্নি

অপটিক্যাল লেন্স তৈরির জন্য বিশ্ববিখ্যাত সংস্থা জার্মানির জেইস গোষ্ঠী (Zeiss Group) ভারতে নতুন কারখানা গড়ে তোলার পরিকল্পনার করছে। চশমার কাঁচের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কর্নাটকে নয়া ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি বানানোর চিন্তাভাবনা চলবে বলে সংস্থার এক আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এ জন্য জেইস গোষ্ঠী ভারতে ২,৫০০ কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ করবে।

Zeiss Group ভারতে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে

জেইস গোষ্ঠীর ভারতীয় শাখা কার্ল জেইস ইন্ডিয়া (Carl Zeiss India) তাদের নতুন কারখানা সম্পূর্ণভাবে চালু হলে ৫,০০০ কর্মসংস্থান তৈরি হওয়ার আশা করছে। বিগত ২৫ বছর ধরে এদেশের বাজারে ব্যবসাকারী সংস্থাটি ২০২৭-এর মধ্যে ৫,০০০ কোটি টাকা টার্নওভার অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করেছে।

এই প্রসঙ্গে কার্ল জেইস ইন্ডিয়ার ডিরেক্টর এবং সিএফও শ্রেয়াস কুমার সংবাদসংস্থা পিটিআই এর এক সাক্ষাৎকারে বলেন, “ ভারতে আমরা নয়া কারখানা গড়তে চলেছি। ইতিমধ্যেই যার অনুমোদন পাওয়া গিয়েছে। কর্ণাটকে অংশীদারিত্বের মাধ্যমে লগ্নি করা হবে। বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে আমরা ৩৪ একর জমি দেখেছি, এবং আরও ৯ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এজন্য আমরা ২৫০০ কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ করব।”

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে সংস্থার কারখানায় ৮০০ জন কর্মী নিয়োগ করা হবে। একবার সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে কর্মসংস্থানের সংখ্যাটি ৫০০০-এ পৌঁছবে। কুমার যোগ করেন, “এটি হতে চলেছে ভারতে জেইস-এর বৃহত্তম চশমার লেন্স তৈরির ফ্যাক্টরি। এমনকি বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম হয়ে উঠতে পারে এটি।” এই মাসের মাঝামাঝি সময় থেকেই কারখানা বানানোর কাজ শুরু হবে বলে ইঙ্গিত করেছেন তিনি। আগামী বছর অক্টোবরের মধ্যেই সেখানে উৎপাদন শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে।