Redmi K50 Gaming Edition আসছে Snapdragon 8 Gen 1 প্রসেসর ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, দেখা গেল Geekbench, TENNA, 3C তে

Redmi K50 সিরিজ আগামী মাসে, অর্থাৎ ফেব্রুয়ারিতে লঞ্চ হবে বলে জানা গেছে। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ফোন বাজারে আসবে। তবে এর মধ্যে Redmi K50 Gaming Edition ফোনটি নিয়ে বেশি হইচই হচ্ছে। কয়েকদিন আগেই এই ফোনের ফিচার ফাঁস হয়েছিল। এখন Redmi K50 Gaming Edition কে বেঞ্চমার্ক সাইট Geekbench, ও TENAA এবং 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেল। এইসব সাইট থেকে জানা গেছে, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

Redmi K50 Gaming Edition কে Geekbench, TENAA ও 3C সাইটে খুঁজে পাওয়া গেল

প্রথমে 3C সার্টিফিকেশন সাইটের কথা বলবো, এখানে রেডমি কে৫০ গেমিং এডিশন কে 21121210C মডেল নম্বর সহ দেখা গেছে। এখান থেকে সামনে এসেছে যে, এই ফোনের বক্সে পাওয়া যাবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার অ্যাডাপ্টর।

এদিকে গিকবেঞ্চ থেকে জানা গেছে, রেডমি কে৫০ গেমিং এডিশন (21121210C) আসবে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ। আবার ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ পাওয়া যাবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে।

Redmi-K50-Gaming-Edition-Geekbench

আবার TENAA সার্টিফিকেশন সাইটেও Redmi K50 Gaming Edition কে উল্লেখিত ফিচার সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। অতিরিক্ত হিসেবে কেবল জানতে পারা গেছে, এতে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আবার এতে থাকবে ডাবল ভিসি কুলিং সিস্টেম।