Redmi K50 Gaming Edition: অভূতপূর্ব গেমিংয়ের অভিজ্ঞতা দেবে রেডমির নতুন ফোন

গত এপ্রিলে Redmi K40 Game Enhanced এডিশন স্মার্টফোন লঞ্চের মাধ্যমে গেমিং ফোনের জগতে প্রবেশ করেছিল শাওমি। ডিভাইসটি চীনে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আর সেই জনপ্রিয়তাকে মূলধন করে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে Redmi K50 Gaming সিরিজ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এদিকে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, এই লাইনআপের Redmi K50 Gaming এডিশন মডেল লঞ্চ হতে বেশি দেরি নেই।

টিপস্টারের মতে, Redmi K50 Gaming এডিশনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। পাঞ্চ-হোল কাটআউট থাকবে ডিসপ্লের মাঝখানে। ফোনের ডান দিকে মেকানিক্যাল শোল্ডার বাটন দেওয়া হবে। এক কথায় Redmi K50 Gaming এডিশন হাই-পারফরম্যান্স গেমিং এক্সপেরিয়েন্স দেবেই বলে ধারণা ডিজিটাল চ্যাট স্টেশনের।

উল্লেখ্য, Xiaomi 21121210C মডেল নম্বরের একটি ফোন সম্প্রতি চীনের CMIT কর্তৃপক্ষের থেকে ছাড়পত্র পেয়েছিল। এর কোডনাম Matisse ও মডেল নম্বরের সংক্ষিপ্ত নাম L10। আবার ডিভাইসটির গ্লোবাল ও ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মডেল নম্বর যথাক্রমে 21121210G, এবং 21121210। চীনে ফোনটি Redmi K50 Gaming এডিশন এবং বিশ্বের অন্যান্য প্রান্তে Poco লোগোর সাথে লঞ্চ করা হবে। যেমন চীনের Redmi K40 Game Enhanced এডিশন অন্যান্য দেশে Poco F3 GT নামে আত্মপ্রকাশ করেছিল।

Redmi K50 Gaming ফোনে থাকতে পারে ১২০ হার্টজ অথবা ১৪৪ হার্টজ ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডাইমেনসিটি ৯০০০ চিপসেট, ৬৪ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। আবার এর Pro ভ্যারিয়েন্টে ১০৮ মেগাপিক্সেল Samsung HM2 প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।