Redmi K50 Pro নতুন ডিজাইন সহ বাজারে আসছে, ফাঁস হল দাম

Redmi K50 সিরিজটি নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা তুঙ্গে। সম্প্রতি এই সিরিজে অন্তর্ভুক্ত Redmi K50 Gaming Edition ও Redmi K50 AMG F1 Champion Edition মডেলগুলি দুর্দান্ত ডিজাইন সহ লঞ্চ হয়েছে। আর এখন একটি রিপোর্টের মাধ্যমে Redmi K50 Pro-এর দাম, রেন্ডার এবং প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে। রেন্ডারগুলি রেডমির আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইনটি প্রকাশ করেছে। রেন্ডার থেকে অনুমান করা যায়, Redmi K50 Pro মডেলটি Redmi K50 Gaming Edition-এর থেকে ভিন্ন ডিজাইন সহ বাজারে আসবে। এছাড়াও জানা যাচ্ছে, এই আপকামিং ডিভাইসে ৬.৬ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

রেডমি কে ৫০ প্রো- এর সম্ভাব্য দাম, লভ্যতা ও ডিজাইন (Redmi K50 Pro Expected Price, Availability and Design)

টেক সাইট Zoutons টিপস্টার স্টিভ হ্যামারস্টফার এর (Steve Hemmerstoffer) সহযোগিতায় একটি রিপোর্টে প্রকাশ করেছে যে, রেডমি কে৫০ প্রো-এর বেস মডেলের দাম ১,১১২ দিরহাম (আনুমানিক ২২,৬০০ টাকা) রাখা হতে পারে এবং চলতি বছরের মাঝামাঝি সময়ে রেডমি এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ করতে পারে।

এছাড়া এই রিপোর্টে, রেডমি কে৫০ প্রো-এর কম্পিউটার-এডেড ডিজাইন (CAD)- এর রেন্ডারও শেয়ার করা হয়েছে। রেন্ডার অনুযায়ী, এই ডিভাইসের ব্যাক প্যানেল একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে এবং এর বাইরে একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। আবার ফোনের সামনে ফ্ল্যাট ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর ফ্রন্ট ক্যামেরা রাখার জন্য পাঞ্চ-হোল কাটআউটটি দেখতে পাওয়া যাবে। আসন্ন রেডমি কে৫০ প্রো ফোনের তিনদিকে পাতলা বেজেল থাকবে, তবে নীচের বেজেলটি সামান্য পুরু হবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলি ডানদিকে দেওয়া হবে। আর মডেলটির নিম্নাংশে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল পাওয়া যাবে।

রেডমি কে ৫০ প্রো- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50 Pro Expected Specifications)

রিপোর্ট অনুযায়ী, রেডমি কে ৫০ প্রো-এ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই আপকামিং ডিভাইসে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে। রেডমি কে ৫০ প্রো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই (MIUI) কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, Redmi K50 Pro হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

Redmi K50 Pro-এর কানেক্টিভিটি অপশন এবং অনবোর্ড সেন্সর সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে, অনুমান করা যায় যে, স্মার্টফোনটি ৫জি সংযোগ সহ আসবে। এই আসন্ন হ্যান্ডসেটটির পরিমাপ ১৬৩.২x৭৬.২x৮.৭ মিমি হবে বলে মনে করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

54 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

54 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

4 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago