Xiaomi 12, Realme GT 2 Pro ফ্ল্যাগশিপ ফোনের একটি বিশেষ ফিচারের সঙ্গে আসছে Redmi K50

Xiaomi 12, Realme GT 2 Pro, এবং Oppo Find X3 Pro-এর মতো ফ্ল্যাগশিপ ফোনে মেইন ক্যামেরা হিসেবে Sony IMX766 ইমেজিং সেন্সর ব্যবহার হতে দেখা গিয়েছে। রিপোর্ট সত্যি হলে এবার Redmi K50 সিরিজের Pro ভ্যারিয়েন্টগুলোতে Sony IMX766 সেন্সর দেখা যাবে।

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি সামনের মাসেই Redmi K50 সিরিজ লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সময় যত এগোচ্ছে এই লাইনআপ সম্বন্ধীয় বিভিন্ন তথ্য সামনে আসছে। জনপ্রিয় চাইনিজ টিপস্টার Panda is Bald-এর রিপোর্ট অনুযায়ী, Redmi K50 সিরিজে আসতে চলা মডেলে Sony IMX766 ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। যা ইতিমধ্যেই Realme GT 2 Pro, Xiaomi 12 এবং Oppo Find X3 Pro-এর মতো সুপরিচিত হাই-এন্ড ফোনে দেখা গিয়েছে।

Redmi K50 লাইনআপের কোন মডেলে সেন্সরটি দেওয়া হবে, সেটা জানা যায়নি। তবে আগের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, Redmi K50 Pro বা Redmi K50 Pro Plus অথবা দুটো ফোনই Sony IMX766 সেন্সরের সাথে আত্মপ্রকাশ করতে পারে। আবার Redmi K50 Pro মডেলে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, ৪৭০০ এমএএইচ ব্যাটারি, এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে খবর।

এদিকে, নির্দিষ্টভাবে ভ্যারিয়েন্টের কথা উল্লেখ না করলেও শাওমি নিশ্চিত করেছে যে Redmi K50 সিরিজের হ্যান্ডসেট MediaTek Dimensity 9000 ফ্ল্যাগশিপ প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে। যা টিঅএসএমসি-র ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি। গিকবেঞ্চের আর্লি বেঞ্চমার্কের ইঙ্গিত, পারফরম্যান্সের ক্ষেত্রে Qualomm Snapdragon 8 Gen 1-এর সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর চলবে Dimensity 9000 চিপসেটের।