Redmi K50 Pro, Redmi K50 বাজার কাঁপাতে কুলিং সিস্টেম, 120Hz ডিসপ্লে ও Dimensity 9000 প্রসেসর সহ লঞ্চ হল

ঘোষণা অনুযায়ী আজ Xiaomi লঞ্চ করল Redmi K50 ও Redmi K50 Pro। এর আগে এই সিরিজের Redmi K50 Gaming Edition ফোনটি বাজারে এসেছিল। সবগুলি ফোনই রেডমি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। Redmi K50 ও Redmi K50 Pro ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর এবং লিকুইড কুলিং টেকনোলজি। আবার এগুলিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ডলবি ভিশন সাপোর্ট। এছাড়া Pro মডেলে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে বেস মডেলে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত।

রেডমি কে৫০, রেডমি কে৫০ প্রো দাম (Redmi K50, Redmi K50 Pro Price)

রেডমি কে৫০ ফোনের দাম শুরু হয়েছে ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৭০০ টাকা) থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,১০০ টাকা) ও ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৫০০ টাকা)।

অন্যদিকে রেডমি কে৫০ প্রো ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও‌ ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যাদের দাম যথাক্রমে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৯০০ টাকা), ৩২,৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৫০০ টাকা), ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪৩,১০০ টাকা) ও ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৯০০ টাকা)।

রেডমি কে৫০, রেডমি কে৫০ প্রো ডিম লাইট, ফ্যান্টাসি, ইঙ্ক ফিদার ও সিলভার ট্রেস কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোন দুটি আপাতত প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং ২২ মার্চ থেকে এদের সেল শুরু হবে।

ঘোষণা অনুযায়ী আজ Xiaomi লঞ্চ করল Redmi K50 ও Redmi K50 Pro। এর আগে এই সিরিজের Redmi K50 Gaming Edition ফোনটি বাজারে এসেছিল। সবগুলি ফোনই রেডমি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। Redmi K50 ও Redmi K50 Pro ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর এবং লিকুইড কুলিং টেকনোলজি। আবার এগুলিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ডলবি ভিশন সাপোর্ট। এছাড়া Pro মডেলে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে বেস মডেলে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত।

রেডম কে৫০, রেডমি কে৫০ প্রো দাম (Redmi K50, Redmi K50 Pro Price)

রেডমি কে৫০ ফোনের দাম শুরু হয়েছে ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৭০০ টাকা) থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,১০০ টাকা) ও ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৫০০ টাকা)।

অন্যদিকে রেডমি কে৫০ প্রো ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও‌ ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যাদের দাম যথাক্রমে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৯০০ টাকা), ৩২,৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৫০০ টাকা), ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪৩,১০০ টাকা) ও ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৯০০ টাকা)।

রেডমি কে৫০, রেডমি কে৫০ প্রো ডিম লাইট, ফ্যান্টাসি, ইঙ্ক ফিদার ও সিলভার ট্রেস কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোন দুটি আপাতত প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং ২২ মার্চ থেকে এদের সেল শুরু হবে।

রেডমি কে৫০ প্রো স্পেসিফিকেশন (Redmi K50 Pro Specifications)

রেডমি কে৫০ প্রো ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি 2K (১৪৪০ x ৩২০০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে (স্যামসাংয়ের তৈরি)। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, এইচডিআর১০ প্লাস সাপোর্ট করে। এই ডিসপ্লে ১২০০ নিটস ব্রাইটনেস ও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ এসেছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪ এনএম প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর। রেডমি কে৫০ প্রো এসেছে ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে না।

ফটোগ্রাফির জন্য Redmi K50 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল Samsung S5KHM2 প্রাইমারি সেন্সর, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ‌ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল Sony IMX596 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি‌ দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি এই ব্যাটারি ১৯ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। Redmi K50 Pro ফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট স্টেরিও‌ স্পিকার, আইপি৫৩ রেটিং ও হাই-রেস অডিও সার্টিফিকেশন। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমএআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে। ফোনটির ওজন ২০১ গ্রাম।

রেডমি কে৫০ স্পেসিফিকেশন (Redmi K50 Specifications)

প্রো‌ মডেলের মতো রেডমি কে৫০‌ একই সিম, অডিও সিস্টেম, সফটওয়্যার, ডিসপ্লে ও কানেক্টিভিটি ফিচার সহ এসেছে। এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর সহ চলবে, যা ৫এন‌এম প্রসেসে নির্মিত। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে।

ক্যামেরার কথা বললে, Redmi K50 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। যেখানে ওআইএস সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ২০ মেগাপিক্সেল Sony IMX596 ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K50 এসেছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হবে। এই ফোনের ওজন ২০১ গ্রাম এবং পরিমাপ ১৬৩.১ x ৭৬.১৫ x ৮.৪৮মিমি।