Redmi K50 ফোনে থাকবে সরু বেজেল ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট, ফাঁস হল রেন্ডার ও স্পেসিফিকেশন

রেডমির বহুচর্চিত K50 সিরিজের অধীনে সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে K50 Gaming Edition স্মার্টফোনটি এবং এটি এই লাইনআপের প্রথম ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে রেডমি শীঘ্রই দেশীয় বাজারে K50 সিরিজের আরও ফোন লঞ্চ করবে, যেগুলি আবার ভিন্ন নামে অন্যান্য বাজারে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। আপকামিং হ্যান্ডসেটগুলির মধ্যে একটি হল, Redmi K50। শাওমির সাব-ব্র্যান্ডটি চলতি বছরের শেষের দিকে Redmi K50 Pro মডেলটির পাশাপাশি K50 বেস মডেলটিও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগেই এখন একটি নতুন রিপোর্ট থেকে Redmi K50- এর ডিজাইন রেন্ডার এবং প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে।

ফাঁস হল Redmi K50 -এর ডিজাইন রেন্ডার ও স্পেসিফিকেশন

টিপস্টার অনলিকস এবং বেস্টোপিডিয়া (Bestopedia) যৌথভাবে আসন্ন রেডমি কে৫০- এর ডিজাইন রেন্ডারগুলি প্রকাশ করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, এই হ্যান্ডসেটে ৬.৬ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরের মধ্যবর্তীস্থানে একটি পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। ডিভাইসটির ওপরে ও দুই ধারের বেজেলগুলি সরু হলেও নিম্নাংশের বেজেলটি অপেক্ষাকৃত পুরু। রেডমি কে৫০ মডেলের নীচের প্রান্তে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন দেখতে পাওয়া যাবে। তবে এতে ৩.৫ হেডফোন জ্যাক দেওয়া হবে না বলেই জানা গেছে।

আবার, ফোনের ব্যাক প্যানেলে একটি ডুয়েল-স্টেপ ক্যামেরা মডিউল দেওয়া হবে বলে জানা গেছে রেন্ডার থেকে। এই মডিউলের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে বলে দাবি করা হচ্ছে। শোনা যাচ্ছে ক্যামেরার অবস্থানগুলি সিরিজের ‘প্রো’ মডেলের মতোই হবে। রেডমি কে৫০- এর ক্যামেরা সেটআপের তিনটি সেন্সর একটি ত্রিভুজাকার অবস্থানে স্থাপন করা হবে এবং এলইডি (LED) ফ্ল্যাশটি ক্যামেরা সেন্সরের নীচে অবস্থান করবে। রেডমি কে৫০ ফোনটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অফার করবে বলে আশা করা হচ্ছে।

Redmi K50 ফোনের ফ্রেমের ডানদিকে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি থাকবে এবং পাওয়ার বাটনের ওপরে ভলিউম রকার্সটি দেখতে পাওয়া যাবে। এছাড়া, এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে জল্পনা রয়েছে। এই আসন্ন ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ চীনের বাজারে আসবে এবং Redmi K50 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।