Redmi K50 সিরিজকে দেখা গেল TENAA সাইটে, ফাঁস তিনটি ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন

মার্চ মাসে অর্থাৎ হাতে গোনা কয়েক দিনের মধ্যেই Redmi K50 সিরিজ সংস্থার দেশীয় বাজার চীনে লঞ্চ হবে বলে মনে হচ্ছে। অন্তত সাম্প্রতিক লিস্টিং তাই বলছে। আসলে এই মাসের শুরুতে 3C সার্টিফিকেশন সাইটে Redmi K50 (রেডমি কে৫০), Redmi K50 Pro (রেডমি কে৫০ প্রো) এবং Redmi K50 Pro+ (রেডমি কে৫০ প্রো+) মডেলগুলিকে দেখা গেছে। আবার এখন এই মডেলগুলি TENAA সার্টিফিকেশন সাইটের ডেটাবেসেও উপস্থিত হয়েছে। উক্ত সার্টিফিকেশন সাইটের তালিকায় ফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশিত হয়নি বটে, তবে এখানে K50 সিরিজের র‌্যাম এবং স্টোরেজ জাতীয় বিশদ ফাঁস হয়েছে। আসুন এখন এই Redmi K50 সিরিজ সম্পর্কে এখনো অবধি কী জানা গিয়েছে তা দেখে নিই…

Redmi K50-এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন

রেডমি কে৫০ ফোনটি ২২০২১২১১আরসি মডেল নম্বরসহ তালিকাভুক্ত হয়েছে। WHY LAB-এর মতে, এই মডেলটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর চালিত হবে। এদিকে TENAA-র তালিকা প্রকাশ করেছে চীনে রেডমি কে৫০ ফোন ৬ জিবি+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি+২৫৬ জিবি স্টোরেজের মতো ভ্যারিয়েন্টে আসবে। আবার 3C-র তালিকায় বলা হয়েছে যে এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi K50 Pro-এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন

২২০৪১২১১এসি মডেল নম্বরটি রেডমি কে৫০ প্রো-এর অন্তর্গত। টিপস্টারের দাবি এই ফোনটি আসন্ন ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে। TENAA-র লিস্টিং অনুযায়ী এই রেডমি মডেল ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি+২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি+ ২৫৬ জিবি স্টোরেজের মতো কনফিগারেশনে আসবে। শুধু তাই নয়, এটিও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে।

Redmi K50 Pro+ এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন

সিরিজের সর্বশেষ ফোনটি অর্থাৎ রেডমি কে৫০ প্রো+ হ্যান্ডসেটটি ২২০১১২১১সি মডেল নম্বরসহ তালিকাভুক্ত হয়েছে। এতে ডাইমেনসিটি ৯০০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। TENAA-র তালিকা অনুযায়ী, ডিভাইসটি ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি+২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি+৫১২ জিবি স্টোরেজের মতো ভ্যারিয়েন্টে আসতে পারে। এছাড়া এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে।