Redmi K50 সিরিজের ফোন TENAA-র ছাড়পত্র পেল, Poco F4 GT নামে ভারতে আসতে পারে

Xiaomi 12, Xiaomi 12X, ও Xiaomi 12 Pro ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের রেশ না কাটতেই চর্চায় উঠে এল সংস্থারই আরেকটি হাই-এন্ড হ্যান্ডসেট। শাওমি’র সাব ব্র্যান্ড রেডমি’র ফ্ল্যাগশিপ Redmi K50 সিরিজ, যা এখনই বাজারে এলে Xiaomi 12 সিরিজের বিক্রি প্রভাবিত করতে পারে। এতএব, Redmi K50 সিরিজ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের শেষে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে K50 সিরিজের প্রথম মডেল লঞ্চ হতে যে খুব দেরি নেই, TENAA-র সার্টিফিকেশন থেকে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Redmi 21121210C মডেল নম্বরের একটি ফোন টেনা কর্তৃপক্ষের থেকে ছাড়পত্র লাভ করেছে। টেনা’র লিস্টিংয়ে ডিভাইসটির কোনও স্পেসিফিকেশনের উল্লেখ নেই। আবার এই মডেল নম্বরটি এর আগে CMMIT সার্টিফিকেশন পোর্টালের ডেটাবেসে লক্ষ্য করা গিয়েছিল।

21121210C মডেল নম্বরটি খুব সম্ভবত Redmi K50 Gaming Edition-এর। এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন-সহ ওলেড ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ বা ১৪৪ হার্টজ হবে। ফোনে অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক এমআইইউআই ১৩ প্রি-ইনস্টলড থাকবে।

Redmi K50 Gaming Edition-এ MediaTek Dimensity 9000 প্রসেসর দেওয়া হতে পারে। ক্যামেরা সেটআপে থাকতে পারে একটি ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। Redmi K50 Gaming Edition-এর একটি অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট আসবে বলেও শোনা যাচ্ছে। যার প্রাইমারি ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের।

Redmi K50 Gaming Edition চীন ছাড়াও বিশ্বের অন্যান্য প্রান্তে লঞ্চ করা হবে। তবে সেটা ভিন্ন নামে। যেমন ভারতে এর নাম হতে পারে Poco F4 GT।