Redmi K50 সিরিজের ফোন ভারতে Snapdragon 870 প্রসেসরের সঙ্গে আসছে, BIS-এর শংসাপত্র পেল

সব কিছু ঠিকঠাক তাহলে রেডমি চলতি মাসেই তাদের নতুন Redmi K50 সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চ করবে। এই লাইনআপে Redmi K50, K50 Pro, K50 Pro+ এবং K50 Gaming Edition- এই চারটে মডেল বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন রিপোর্টে এবং সার্টিফিকেশন সাইটের সৌজন্যে Redmi K50 সিরিজের হ্যান্ডসেটগুলির সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে। সম্প্রতি চীনের TENAA সার্টিফিকেশন সাইটে রেডমি সিরিজের তিনটি ফোনকে তালিকাভুক্ত করা হয়েছিল। আর এখন সেগুলির মধ্যে একটি ডিভাইসকে ভারতের বিআইএস (BIS)-এর শংসাপত্র পেল। এর মাধ্যমে ভারতের বাজারেও Redmi K50 সিরিজের স্মার্টফোনগুলির আত্মপ্রকাশের রাস্তাটি সুগম হল।

Redmi K50 সিরিজের স্মার্টফোন লাভ করল BIS সার্টিফিকেশন সাইটের অনুমোদন

টিপস্টার যশ জানিয়েছেন, 22021211RI মডেল নম্বর সহ একটি শাওমি গ্রুপের স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)- এর সার্টিফিকেশন লাভ করেছে। তাই, আশা করা যায় এই হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ হবে। অন্যদিকে, 22021211RC মডেল নম্বর সহ আসন্ন ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টটি TENAA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হওয়ার পর বিআইএস- এর সাইটে উপস্থিত হয়েছে।

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, যে এই ডিভাইসটি আসলে আসন্ন রেডমি কে৫০ সিরিজের অর্ন্তগত। যদিও অফিসিয়াল মার্কেটিং নাম অজানা। এদিকে গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে বাজারে আসবে।

জানিয়ে রাখি, এই হ্যান্ডসেটটি নিয়ে অবশ্য অনেকদিন ধরেই গুঞ্জন চলছে, মনে করা হচ্ছে এটি Redmi K50 সিরিজের বেস মডেল হতে পারে। উল্লেখ্য, গতবছর চীনে লঞ্চ হয় Redmi K40 স্মার্টফোনটি, যা ভারতে Mi 11X এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে POCO F3 নামে পরিচিত। তাই, নতুন মডেলটিকে চীনের বাইরের মার্কেটগুলিতে Xiaomi 12X এবং POCO F4 নামে ডাকা হতে পারে। তবে, ‘Xiaomi 12X’ নামটি নিয়ে সমস্যা রয়েছে, কেননা সংস্থাটি গত বছরই চীনের বাজারে Xiaomi 12X নামে একটি স্মার্টফোন লঞ্চ করেছে, যা Xiaomi 12 বেস মডেলের ডাউনগ্রেড সংস্করণ হিসেবে বাজারে পা রেখেছে।

উল্লেখ্য, আগামী দিনে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে কারণ শোনা যাচ্ছে Redmi K50 সিরিজের এই স্মার্টফোনটি চীনে ফেব্রুয়ারির শেষের দিকেই লঞ্চ হবে।