Redmi K50 সিরিজে কোনো ফোনে থাকবে না Snapdragon 870 প্রসেসর, নতুন রিপোর্টে জল্পনা

আসন্ন Redmi K50 সিরিজের অধীনে বিভিন্ন চিপসেটের সাথে একাধিক ফোন লঞ্চ করবে বলে জল্পনা রয়েছে। এই ডিভাইসগুলির মধ্যে একটির কোডনেম – Poussin, যেখানে কোয়ালকম এসএম৮২৫০ (মডেল নম্বর) চিপ ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছিল, যেটি আসলে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। তবে নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনটি সম্ভবত বাজারে আসবে না।

উল্লেখ্য, Xiaomiui সর্বপ্রথম MIUI কাস্টম ওএস-এর কোডের মধ্যে Xiaomi Poussin কোডনেম ও L10A মডেল নম্বরের ফোনটি খুঁজে পেয়েছিল। এখান থেকে জানা যায়, ফোনটি এসএম৮২৫০ চিপ, ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ও ট্রিপল রিয়ার ক্যামেরা (ওয়াইড, আল্ট্রা-ওয়াইড, ও ম্যাক্রো সেন্সর) সহ আসবে।

তবে Xiaomiui এখন জানিয়েছে, এই ডিভাইসের ইন্টারনাল MIUI বিল্ড (21.8.12) রিলিজ করা হয়েছিল গত আগস্ট মাসে। গত নভেম্বর মাসে এর লেটেস্ট বিল্ড (21.11.19)-ও এসেছে। তবে এগুলি সবই অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক। যদিও ফোনটি বাজারে আসার হলে শাওমি নতুন বিল্ডটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক আনত। যেহেতু সেটা করেনি, তাই মনে করা হচ্ছে ফোনটি লঞ্চ হবে না।

যাইহোক, যেহেতু এটি আপাতত জল্পনার পর্যায়ে আছে, তাই আমরা এক্ষুনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। আশা করা যায় গত কয়েক সপ্তাহের মধ্যেই এই সম্পর্কিত সঠিক তথ্য আমাদের সামনে আসবে। উল্লেখ্য, আগামী বছরের মার্চ বা এপ্রিল নাগাদ লঞ্চ হতে পারে Redmi K50 সিরিজ।