Redmi K50i 5G, Redmi Buds 3 Lite আজ ভারতে লঞ্চ হচ্ছে, এখানে ক্লিক করে লাইভ দেখুন লঞ্চ ইভেন্ট

Redmi K50i 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে। দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে। স্মার্টফোনের পাশাপাশি Redmi Buds 3 Lite আজ ভারতে পা রাখতে পারে। রেডমির তরফে ইতিমধ্যেই তাদের আসন্ন K সিরিজের ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। জানা গেছে, Redmi K50i 5G ফোনে ডলবি ভিশন টেকনোলজি যুক্ত ডিসপ্লে থাকবে। আবার এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর ব্যবহার করা হবে। এই ফোনটি Redmi Note 11T Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা চলছে।

রেডমি কে৫০আই ৫জি ফোনের লঞ্চের বিবরণ (Redmi K50i 5G launch India today, livestream Timing)

আগেই বলেছি রেডমি কে৫০আই ৫জি ফোনটি দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত একটি ইভেন্টে লঞ্চ করা হবে। এই ইভেন্টকে রেডমি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হবে। আপনারা নিচে প্রদত্ত লিঙ্কে ক্লিক করেও এই লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।

রেডমি কে৫০আই ৫জি এর ভারতে সম্ভাব্য দাম (Redmi K50i 5G expected price in India)

ভারতে রেডমি কে৫০আই ৫জি ফোনের দাম কত রাখা হবে তা এখনও জানা যায়নি। তবে আমাদের অনুমান, এদেশে ফোনটি ৪০ হাজার টাকার রেঞ্জে আসবে। রিপোর্ট অনুযায়ী, রেডমি কে৫০আই ৫জি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতীয় বাজারে উপলব্ধ হবে। এটি ফ্যান্টম ব্লু, স্টিলথ ব্ল্যাক এবং কুইক সিলভার-এর মতো আকর্ষণ কালার অপশনগুলিতর মধ্যে বেছে নেওয়া যাবে।

রেডমি কে৫০আই ৫জি এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50i 5G expected Specifications)

Redmi K50i 5G ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল) ডিসপ্লে থাকতে পারে, যার সাথে ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করবে। এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা ফোনের ৫০৮০ এমএএইচ ব্যাটারি কে ১৫ মিনিটে ফুল চার্জ করে দেবে।

Xiaomi সম্প্রতি জানিয়েছে যে, Redmi K50i 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এতে পাওয়া যেতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।