Redmi K50i 5G vs Realme 9 5G SE: রেডমির নয়া ফোন কে টেক্কা রিয়েলমির, কে সেরা

গত ২০ই জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করছিল Redmi K50i 5G। এই পারফরম্যান্স এবং গেমিং-কেন্দ্রিক ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট আছে। এছাড়া, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬-ইঞ্চি FHD+ ডিসপ্লে প্যানেল, ৮ জিবি পর্যন্ত র‍্যাম, ১৬ মেগাপিক্সেলের সেলফি সেন্সর, ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে এই মিড-রেঞ্জের ফোনটি। দেখতে গেলে এই নয়া ফোনের ন্যায় কিছুটা একই ফিচার উপস্থিত আছে চলতি বছরের ১০ই মার্চে আগত Realme 9 5G Speed Edition হ্যান্ডসেটেও। যদিও Realme আনীত ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত। তবে সামান্য কয়েকটি তারতম্য বাদে আলোচ্য ফোন দুটির বেশিরভাগ বৈশিষ্ট্যই প্রায় অনুরূপ। এক্ষেত্রে, চীন ভিত্তিক সংস্থা দুটির লেটেস্ট 5G ডিভাইসের মধ্যে কোনটি কেনা সর্বাধিক লাভজনক হবে তা এখন বহু ক্রেতাদের জিজ্ঞাস্য হতে পারে। তাই আজ আমরা বিদ্যমান Realme 9 5G Speed Edition এবং নবাগত Redmi K50i 5G ফোনের দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করার মাধ্যমে কোনটি অধিক সেরা তা জানিয়ে দেব।

Realme 9 5G Speed Edition Vs Redmi K50i 5G : ডিসপ্লে

রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ সাত-স্তরীয় রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ৬৫০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে।

Realme 9 5G Speed Edition Vs Redmi K50i 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, স্টোরেজ

রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন ফোনে ফাস্ট পারফরম্যান্স সরবরাহ করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউ আই ২.০ (Realme UI 2.0) ইউজার ইন্টারফেসে রান করে। এই হ্যান্ডসেটে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ পর্যন্ত UFS 2.1 স্টোরেজ বর্তমান। উল্লেখ্য, ফোনটি ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারন করা যাবে।

রেডমি কে৫০আই ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। উক্ত ডিভাইসে, ৮ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজ মিলবে।

Realme 9 5G Speed Edition Vs Redmi K50i 5G : ক্যামেরা সেটআপ

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি অনির্দিষ্ট মনোক্রোম পোর্ট্রেট সেন্সর এবং একটি ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। এই ডিভাইসটি এফ/২.১ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ এসেছে।

অন্যদিকে, ফটোগ্রাফির জন্য রেডমি কে৫০আই ৫জি ফোনে LED ফ্ল্যাশ লাইট সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৬পি লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

Realme 9 5G Speed Edition Vs Redmi K50i 5G : কানেক্টিভিটি, সেন্সর, ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস অন্তর্ভুক্ত রয়েছে৷ সেন্সর তালিকায় সামিল থাকছে – সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটের, ৩০ ওয়াট কুইক চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

রেডমির কে-সিরিজ অন্তর্গত এই লেটেস্ট স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আবার সেন্সর হিসাবে এতে – অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, অ্যাক্সেলেরোমিটার এবং জাইরোস্কোপ সেন্সর বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি কে৫০আই ৫জি ফোনে ৫,০৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 9 5G Speed Edition Vs Redmi K50i 5G : পরিমাপ

রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৪x৭৫.৮x৮.৫ মিমি এবং ওজন ১৯৯ গ্রাম।

রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনে পরিমাপ ১৬৩.৬৪x৭৪.২৯x৮.৮৭ মিমি এবং ওজন ২০০ গ্রাম।

Realme 9 5G Speed Edition Vs Redmi K50i 5G : দাম

রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। সেক্ষেত্রে, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২২,৯৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটি – অ্যাজুওর গ্লো ও স্ট্যারি গ্লো কালারে বেছে নেওয়া যাবে।

রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনকেও দুটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। আর, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্তি টপ-এন্ড ভ্যারিয়েন্টকে ২৮,৯৯৯ টাকায় নিয়ে আসা হয়েছে। এটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে এসেছে, যথা – কুইক সিলভার, ফ্যান্টম ব্লু এবং স্টিলথ ব্ল্যাক।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

7 hours ago