Redmi K50i এর‌ কাছে AnTuTu তে পাত্তা পেল‌ না Snapdragon 888 ও Apple A15 Bionic চালিত ডিভাইস

শাওমি (Xiaomi)-এর অধীনস্থ ব্র্যান্ড রেডমি (Redmi) চলতি মাসেই ভারতের বাজারে তাদের K-সিরিজের নতুন হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কিছুদিন আগেই সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি টিজার প্রকাশ করে ভারতে K-সিরিজের আগমনের বিষয়টি নিশ্চিত করেছিল। আর সম্প্রতি রেডমির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, K50 লাইনআপের লেটেস্ট স্মার্টফোন হিসেবে, Redmi K50i এদেশে আগামী ২০ জুলাই আত্মপ্রকাশ করবে। এখন আবার আসন্ন ডিভাইসটিকে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইটে স্পট করা হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে এই ফোনের প্রাপ্ত বেঞ্চমার্ক স্কোরটি Qualcomm Snapdragon 888 প্রসেসর, এমনকি Apple A15 Bionic চিপসেটকেও ছাপিয়ে গেছে।

AnTuTu-তে Redmi K50i-এর স্কোর পিছনে ফেলল Snapdragon 888, A15 Bionic প্রসেসর-চালিত ডিভাইসের স্কোরকে

রেডমি কে৫০আই বেঞ্চমার্কিং সাইট আনটুটু (AnTuTu)-এর পারফরম্যান্স পরীক্ষায় ৮,২২,২৭৪ পয়েন্ট স্কোর করেছে এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং অ্যাপলের এ১৫ বায়োনিক চিপসেটের সাথে এই রেডমি ফোনের স্কোরটির তুলনা করেছেন। তুলনায় দেখা গেছে যে, স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপ এবং এ১৫ বায়োনিক প্রসেসরের আনটুটু স্কোর যথাক্রমে ৮,০৪,১৩১ এবং ৭,৮২,৬৯৫ পয়েন্ট, যা নির্দেশ করে যে, আসন্ন রেডমি কে৫০আই হ্যান্ডসেটটি আইফোন ১৩ এবং স্ন্যাপড্রাগন ৮৮৮-চালিত ফোনের চেয়ে বেশি শক্তিশালী হবে।

জানিয়ে রাখি, রেডমি কে৫০আই ভারতে আগামী ২০ জুলাই লঞ্চ হতে চলেছে৷ এটি রেডমি নোট ১১টি প্রো-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন, দাম ও উপলব্ধতা সংক্রান্ত তথ্যগুলি ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। অ্যামাজন (Amazon)-এর সাইটে প্রকাশিত রেডমি কে৫০আই-এর মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে, এটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল এবং ডিসপ্লের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি পাঞ্চ-হোল কাটআউটের সাথে আসবে।

এছাড়াও, Redmi K50i-এ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। Redmi K50i মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ দ্বারা চালিত হবে। এটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই মেমরি কনফিগারেশনে বাজারে আসতে পারে। ফটোগ্রাফির জন্য, এই রেডমি হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে৷ সবশেষে, Redmi K50i ফ্যান্টম ব্লু, স্টিলথ ব্ল্যাক এবং কুইক সিলভার-এর মতো কালার অপশনে বাজারে উপলব্ধ হবে বলেও জানা গেছে।