চলতি বছরের সেরা বাজেট ফোনের তকমা পেল OnePlus Nord N10 5G

মাত্র তিনদিন আগেই লঞ্চ হয়েছে OnePlus-এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ এবং প্রথম স্মার্টওয়াচ। ইতিমধ্যে এই প্রোডাক্টগুলিকে নিয়ে বাজারে বেশ হইচই-ও শুরু হয়েছে। তবে এরই মধ্যে প্রযুক্তিগত খবরের শিরোনামে আরো একটি কারণে OnePlus-এর নাম উঠে এসেছে, যা চীনা সংস্থাটির জনপ্রিয়তায় আরো অন্যন্য মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord সিরিজের অধীনস্থ দুটি স্মার্টফোন এবার সেরার খেতাব পেয়েছে। এক্ষেত্রে কনসিউমার রিপোর্টের বিচারে ব্র্যান্ডের Nord N10 5G হ্যান্ডসেটটি ২০২১ সালের সেরা বাজেট ফোন হিসাবে মনোনীত হয়েছে। আবার, একটি আমেরিকান কনসিউমার-ওরিয়েন্টেড রিসার্চ সংস্থা, OnePlus Nord N100 ফোনটিকে সারাদিন ব্যাটারি লাইফ সরবরাহের জন্য সেরা ফোনের তকমা দেওয়া হয়েছে। তবে ঝুলিতে সেরার পালক ভরলেও, তাতে ছিদ্র ধরা পড়েছে! এই দুটি ফোনই নতুন অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি প্যাচ আপডেটের জন্য উপযুক্ত নয় বলে গুঞ্জন উঠেছে।

এই প্রসঙ্গে বলে রাখি, গতবছর OnePlus Nord N10 5G এবং Nord N100 ফোনদুটিকে মূলত আমেরিকা এবং ইউরোপের বাজারে লঞ্চ করে OnePlus। ফোনগুলিতে প্রচুর প্রিমিয়াম ফিচার থাকলেও, এগুলির দাম খুব বেশি নয়। ফলত, ভারতীয় মার্কেটে ফোনদুটি পা না রাখলেও, বৈদেশিক বাজারে এগুলি ব্যাপক সাড়া পেয়েছে। সেক্ষেত্রে Nord N10 5G স্মার্টফোনটি বাজেট ফোন হিসেবে দুর্দান্ত ব্যাটারি রেটিং পেয়েছে; এবং এটি পরীক্ষার সময় ৪১.৫ ঘন্টা অবধি ব্যাটারি ব্যাকআপ দিয়েছে।

তবে কনজিউমার রিপোর্ট, তার প্রতিবেদনে এই ফোনটির জল-প্রতিরোধী ডিজাইনের অনুপস্থিতির কথা তুলে ধরেছে। একই সাথে এটির ক্যামেরা সংক্রান্ত কিছু ত্রুটি ও মিলিমিটার ওয়েভ সংযোগের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের দুর্বলতার কথাও রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে। OnePlus-এর Nord N100 ফোনটির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। কনজিউমার রিপোর্ট জানিয়েছে যে এই ফোনটি তাদের টেস্টের সময় ৪৮.৫ ঘন্টা ব্যাটারি লাইফ সরবরাহ করতে সক্ষম হয়েছে। কিন্তু এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি তেমন সন্তোষজনক ফলাফল দিতে পারেনি।

এদিকে, 9to5 Google তাদের রিপোর্টে বলেছে যে, কনজিউমার রিপোর্ট উক্ত দুটি OnePlus ফোনের বর্ণনা করার সময় এগুলির সফ্টওয়্যার সম্পর্কিত কোনো তথ্যের উল্লেখ করেনি; কিন্তু এই ফোনগুলির সফ্টওয়্যার কর্মক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। অ্যান্ড্রয়েড তথা গুগল সম্পর্কিত খবর সরবরাহকারী পোর্টালটির মতে স্মার্টফোনে দীর্ঘতর ব্যাটারি লাইফের পাশাপাশি সেটির সফ্টওয়্যার পারফরম্যান্সও সমান গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে Nord N10 5G এবং Nord N100 ফোনদুটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে লঞ্চ হয়েছে এবং এগুলিতে বড়জোর আর একটি প্রধান ওএস আপডেট আসবে বলে পোর্টালটি দাবি করেছে। অথচ এখন, বেশিরভাগ বাজেট ফোনেও নূন্যতম দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২০১৮ সালে OnePlus ঘোষণা করেছিল যে এটি নিজের ডিভাইসে ঐতিহ্যবাহী সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করবে এবং একই সাথে বিশেষ আপগ্রেড সাইকেল অনুসরণ করবে যেখানে ব্র্যান্ডের কোনো ফোনের প্রকাশের তারিখ থেকে কমপক্ষে দুই বছর পর্যন্ত নিয়মিত সেটিতে সফ্টওয়্যার আপডেট দেওয়া হবে। এর ফলে, ফোনগুলিতে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ এবং বাগ ফিক্স জাতীয় সুযোগ-সুবিধা উপলব্ধ হবে। কিন্তু 9to5 Google-এর এই রিপোর্ট সামনে আসার পর প্রশ্ন উঠছে যে, এই ঘোষণা বোধহয় Nord N10 5G এবং Nord N100 ফোনদুটির ওপর প্রযোজ্য হবে না। যদিও এই ফোনদুটির জন্য সাম্প্রতিক সময়ে ‘ফেব্রুয়ারি সিকিউরিটি প্যাচ’ আপডেট রোলআউট করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু তাতেও স্বস্তি নেই! কারণ OnePlus-এর অন্য Nord ফোনগুলিতে ইতিমধ্যেই মার্চের সিকিউরিটি প্যাচ আপডেট উপলব্ধ হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন