Redmi K50s Pro শীঘ্রই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, ফাঁস সমস্ত স্পেসিফিকেশন

জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি (Xiaomi)-এর অন্যতম সাব-ব্র্যান্ড রেডমি হোম মার্কেট চীনে তাদের K50 সিরিজের অধীনে নতুন Redmi K50s এবং K50s Pro হ্যান্ডসেট দুটি লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে, এই ডিভাইসগুলি গ্লোবাল মার্কেটে Xiaomi 12T এবং Xiaomi 12T Pro হিসেবে রিব্যাজ করা হবে বলে শোনা যাচ্ছে। তারমধ্যে Redmi K50s Pro মডেলটিকে ইতিমধ্যেই চীনের টেনা (TENAA) এবং সিএমআইআইটি (CMIIT) সার্টিফিকেশন সাইটগুলিতে দেখা গেছে, যা এর বেশ কিছু প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে৷ আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার আসন্ন Redmi K50s Pro-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

রেডমি কে৫০এস প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50s Pro Expected Specifications)

টিপস্টার যোগেশ ব্রার টুইটারে আসন্ন রেডমি কে৫০এস প্রো-এর প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন।

তার টুইট অনুযায়ী, এই নয়া রেডমি ফোনটি ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে প্যানেলের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট অফার করবে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট থাকবে বলে জানা গেছে। টিপস্টার জানিয়েছেন যে, রেডমি কে৫০এস প্রো ৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ চীনা বাজারে আসবে। যদিও, কোম্পানি এই হ্যান্ডসেটটিকে দুটি কনফিগারেশনে অফার করবে না তিনটিতে, তা এখনও স্পষ্ট নয়।

ক্যামেরা সেগমেন্টে, Redmi K50s Pro ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ আসবে বলে শোনা যাচ্ছে। এটি আগামী ২ আগস্ট লঞ্চ হতে চলা Motorola Edge X30 Pro-এর মতোই ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত প্রথম স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, Redmi K50s Pro-এ সহায়ক ক্যামেরা হিসেবে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ডিভাইসটির সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকতে পারে।

পাওয়ায় ব্যাকআপের ক্ষেত্রে, Redmi K50s Pro-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট থাকবে বলে জানা গেছে। এছাড়া, এই রেডমি ডিভাইসে ডুয়েল স্পিকার সেটআপ ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকতে পারে। Redmi K50s অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে বলে মনে করা হচ্ছে।