নিজস্ব চিপ দিয়ে নিখুঁত স্মার্টফোন আনছে রেডমি, এ বছরের সেরা ফ্ল্যাগশিপ কিলার?

স্মার্টফোনের দুনিয়ায় ‘আল্ট্রা’ শব্দটার মাহাত্ম্যই আলাদা। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা, শাওমি ১৪ আল্ট্রা, বা ভিভো এক্স১০০ আল্ট্রার মতো মডেলগুলি নির্মাতা সংস্থার পরিচয়ে আলাদা হলেও, একসূত্রে…

Redmi-K70-Ultra-May-Feature-Four-In-House-Chips

স্মার্টফোনের দুনিয়ায় ‘আল্ট্রা’ শব্দটার মাহাত্ম্যই আলাদা। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা, শাওমি ১৪ আল্ট্রা, বা ভিভো এক্স১০০ আল্ট্রার মতো মডেলগুলি নির্মাতা সংস্থার পরিচয়ে আলাদা হলেও, একসূত্রে বেঁধেছে আল্ট্রা নামের ব্যবহার। নামের পাশে আল্ট্রা থাকা মানেই প্রযুক্তিগত দিক থেকে সেটি বাকি পাঁচটা ফোনের থেকে এগিয়ে। দামও বেশি। ফলে ছক কষে অনেক ভেবেচিন্তে আল্ট্রা মডেল বার করে স্মার্টফোন কোম্পানিরা। রেডমি অবশ্য সেই দিক থেকে ব্যতীক্রমী। সবসময় কম দামে সেরা ফোন দেওয়ার পক্ষপাতী তারা। সেই চিন্তাধারার প্রতিফলন ঘটতে চলেছে রেডমি কে৭০ আল্ট্রায়। রেডমির এই ফ্ল্যাগশিপ কিলার বাজারে আসছে এই মাসে। লঞ্চের তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে যে সমস্ত ফিচার্সের কথা শোনা যাচ্ছে উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট।

স্মার্টফোনের দুনিয়ার গোপন খবর ফাঁস করার জন্য পরিচিত বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, নিজেদের বানানো চারটি কাস্টম চিপ থাকবে রেডমি কে৭০ আল্ট্রায় – ফাস্ট চার্জ হওয়ার জন্য সার্জ পি২, পাওয়ার ম্যানেজমেন্টের জন্য জি১, সিগন্যাল এনহ্যান্সমেন্টের জন্য টি১, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে প্রসেসিংয়ের জন্য ডি১। এছাড়া, ফোনটির মস্তিস্ক হিসাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ চিপসেটের উপস্থিতি আগেই নিশ্চিত করা হয়েছে।

বিগত ক’বছর ধরেই রেডমির ফোনে নিজেদের তৈরি চিপ ব্যবহার করছে শাওমি, তবে রেডমি কে৭০ আল্ট্রা সেগুলির মধ্যে নিজস্ব প্রযুক্তিতে সর্বাধিক পরিপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংস্থা ইঙ্গিতও দিয়ে রেখেছে, এটি তাদের সবচেয়ে নিখুঁত স্মার্টফোন হতে চলেছে। এতে বিশেষ ধরনের কুলিং সিস্টেম থাকবে। রেডমি কে৭০ আল্ট্রায় নতুন প্রজন্মের ত্রিমাত্রিক আইস কুলিং ব্যবস্থায় উদ্ভাবনী অবতল-উত্তল ডিজাইন থাকছে। উত্তল পৃষ্ঠটি প্রসেসরের কাছাকাছি বসানো, যা রেডমি কে৬০ আল্ট্রার তুলনায় সিপিইউ কোরের তাপমাত্রা ৩ ডিগ্রি কমিয়ে দেয়।

লক্ষ্য করবেন, অনেক সময় গেম খেললে বা অনেকক্ষণ ব্যবহার করার পর স্ক্রিন গরম হয়ে যায়। মজা করে তখন আমরা বলি, ফোন দিয়ে জামাকাপড় আয়রন করা যাবে। রেডমির আসন্ন ফোনে এটারও সমাধান রয়েছে। রেডমি কে৭০ আল্ট্রার হিটসিঙ্কের অবতল পৃষ্ঠটি স্ক্রিন থেকে অনেক দূরে রাখা হয়েছে, ফলে স্ক্রিনের তাপমাত্রা কম থাকবে। বলা হচ্ছে, একই সময়ে দু’টো গেম চালানো যাবে এতে। বাহুবলী প্রসেসর ও অত্যাধুনিক কুলিং সিস্টেম ফোনটিকে তার সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী গেমিং পারফরম্যান্স দিতে সাহায্য করবে।

এবার আসি কোর স্পেসিফিকেশনের প্রসঙ্গে৷ রেডমি কে৭০ আল্ট্রা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ১.৫কে ডিসপ্লের সঙ্গে আসবে। দীর্ঘক্ষণ মোবাইলের ব্যবহার চোখের নানা সমস্যার ঝুঁকি বাড়িয়ে তোলে। সংস্থা দাবি করছে, এটি ইন্ডাস্ট্রির সেরা আই প্রোটেকশন অফার করবে। গঠনের দিক থেকেও ফোনটি মজবুত হবে। উচ্চক্ষমতার মেটাল ফ্রেম দিয়ে তৈরি হচ্ছে। পিছনে গ্লাস ব্ল্যাক প্যানেল৷ ব্ল্যাক, হোয়াইট, ও পার্পেল কালার অপশনে আসবে এই ফোন।

রেডমি কে৭০ আল্ট্রার ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা মিলবে। প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। এটি এআই ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তি সমৃদ্ধ। আইপি৬৮ ওয়াটার রেজিটেন্স জলের নীচে ১.৫ মিটার গভীরতায় ৩০ মিনিট ডুবে থাকলেও কোনও ক্ষতি হতে দেবে না। ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএইচ ব্যাটারি পাওয়া যাবে এই ফোনে। এছাড়া, দাম ও সম্পূর্ণ ফিচার্স জানার জন্য শুধু লঞ্চের অপেক্ষা।