Tech News

নিজস্ব চিপ দিয়ে নিখুঁত স্মার্টফোন আনছে রেডমি, এ বছরের সেরা ফ্ল্যাগশিপ কিলার?

স্মার্টফোনের দুনিয়ায় ‘আল্ট্রা’ শব্দটার মাহাত্ম্যই আলাদা। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা, শাওমি ১৪ আল্ট্রা, বা ভিভো এক্স১০০ আল্ট্রার মতো মডেলগুলি নির্মাতা সংস্থার পরিচয়ে আলাদা হলেও, একসূত্রে বেঁধেছে আল্ট্রা নামের ব্যবহার। নামের পাশে আল্ট্রা থাকা মানেই প্রযুক্তিগত দিক থেকে সেটি বাকি পাঁচটা ফোনের থেকে এগিয়ে। দামও বেশি। ফলে ছক কষে অনেক ভেবেচিন্তে আল্ট্রা মডেল বার করে স্মার্টফোন কোম্পানিরা। রেডমি অবশ্য সেই দিক থেকে ব্যতীক্রমী। সবসময় কম দামে সেরা ফোন দেওয়ার পক্ষপাতী তারা। সেই চিন্তাধারার প্রতিফলন ঘটতে চলেছে রেডমি কে৭০ আল্ট্রায়। রেডমির এই ফ্ল্যাগশিপ কিলার বাজারে আসছে এই মাসে। লঞ্চের তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে যে সমস্ত ফিচার্সের কথা শোনা যাচ্ছে উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট।

স্মার্টফোনের দুনিয়ার গোপন খবর ফাঁস করার জন্য পরিচিত বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, নিজেদের বানানো চারটি কাস্টম চিপ থাকবে রেডমি কে৭০ আল্ট্রায় – ফাস্ট চার্জ হওয়ার জন্য সার্জ পি২, পাওয়ার ম্যানেজমেন্টের জন্য জি১, সিগন্যাল এনহ্যান্সমেন্টের জন্য টি১, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে প্রসেসিংয়ের জন্য ডি১। এছাড়া, ফোনটির মস্তিস্ক হিসাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ চিপসেটের উপস্থিতি আগেই নিশ্চিত করা হয়েছে।

বিগত ক’বছর ধরেই রেডমির ফোনে নিজেদের তৈরি চিপ ব্যবহার করছে শাওমি, তবে রেডমি কে৭০ আল্ট্রা সেগুলির মধ্যে নিজস্ব প্রযুক্তিতে সর্বাধিক পরিপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংস্থা ইঙ্গিতও দিয়ে রেখেছে, এটি তাদের সবচেয়ে নিখুঁত স্মার্টফোন হতে চলেছে। এতে বিশেষ ধরনের কুলিং সিস্টেম থাকবে। রেডমি কে৭০ আল্ট্রায় নতুন প্রজন্মের ত্রিমাত্রিক আইস কুলিং ব্যবস্থায় উদ্ভাবনী অবতল-উত্তল ডিজাইন থাকছে। উত্তল পৃষ্ঠটি প্রসেসরের কাছাকাছি বসানো, যা রেডমি কে৬০ আল্ট্রার তুলনায় সিপিইউ কোরের তাপমাত্রা ৩ ডিগ্রি কমিয়ে দেয়।

লক্ষ্য করবেন, অনেক সময় গেম খেললে বা অনেকক্ষণ ব্যবহার করার পর স্ক্রিন গরম হয়ে যায়। মজা করে তখন আমরা বলি, ফোন দিয়ে জামাকাপড় আয়রন করা যাবে। রেডমির আসন্ন ফোনে এটারও সমাধান রয়েছে। রেডমি কে৭০ আল্ট্রার হিটসিঙ্কের অবতল পৃষ্ঠটি স্ক্রিন থেকে অনেক দূরে রাখা হয়েছে, ফলে স্ক্রিনের তাপমাত্রা কম থাকবে। বলা হচ্ছে, একই সময়ে দু’টো গেম চালানো যাবে এতে। বাহুবলী প্রসেসর ও অত্যাধুনিক কুলিং সিস্টেম ফোনটিকে তার সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী গেমিং পারফরম্যান্স দিতে সাহায্য করবে।

এবার আসি কোর স্পেসিফিকেশনের প্রসঙ্গে৷ রেডমি কে৭০ আল্ট্রা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ১.৫কে ডিসপ্লের সঙ্গে আসবে। দীর্ঘক্ষণ মোবাইলের ব্যবহার চোখের নানা সমস্যার ঝুঁকি বাড়িয়ে তোলে। সংস্থা দাবি করছে, এটি ইন্ডাস্ট্রির সেরা আই প্রোটেকশন অফার করবে। গঠনের দিক থেকেও ফোনটি মজবুত হবে। উচ্চক্ষমতার মেটাল ফ্রেম দিয়ে তৈরি হচ্ছে। পিছনে গ্লাস ব্ল্যাক প্যানেল৷ ব্ল্যাক, হোয়াইট, ও পার্পেল কালার অপশনে আসবে এই ফোন।

রেডমি কে৭০ আল্ট্রার ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা মিলবে। প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। এটি এআই ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তি সমৃদ্ধ। আইপি৬৮ ওয়াটার রেজিটেন্স জলের নীচে ১.৫ মিটার গভীরতায় ৩০ মিনিট ডুবে থাকলেও কোনও ক্ষতি হতে দেবে না। ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএইচ ব্যাটারি পাওয়া যাবে এই ফোনে। এছাড়া, দাম ও সম্পূর্ণ ফিচার্স জানার জন্য শুধু লঞ্চের অপেক্ষা।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago