লঞ্চ হল ৮৬ ইঞ্চি স্ক্রিনের Redmi Max TV, 4K ডিসপ্লের সাথে আছে ডলবি এটমস সাউন্ড

রেডমি (Redmi) গতকাল চীনে K40 সিরিজের লঞ্চ ইভেন্টে Redmi Max TV 86 নামে সুবিশাল স্ক্রিনের একটি টেলিভিশনের ঘোষণা করেছে৷ বলার অপেক্ষা রাখেনা এটি একটি প্রিমিয়াম টিভি। এই টিভিটি গতবছরে লঞ্চ হওয়া Redmi Smart TV Max এর ডাউনগ্রেড ভার্সন। যেখানে ৯৮ ইঞ্চি স্ক্রিন ছিল। নতুন Redmi Max TV 86-র বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে আছে 4K ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন/এটমস সাউন্ড৷

Redmi Max TV 86 স্পেসিফিকেশন ও ফিচার

নাম শুনেই বোধগম্য এই টিভিতে রয়েছে বিশাল আকৃতির ৮৬ ইঞ্চি ডিসপ্লে৷ রেডমি এতে দিয়েছে এলইডি-ব্যাকলিট এলসিডি প্যানেল যার রেজোলিউশন ৩৮৪০x২১৬০ পিক্সেল (4K)৷ এছাড়া, রেডমি ম্যাক্স টিভির স্ক্রিনে ১০-বিট কালার, এইচডিআর ১০/১০ প্লাস, ডলবি ভিশন, ১৭৮॰ ভিউয়িং এঙ্গেল পাওয়া যাবে৷

Redmi Max TV 86-তে কোয়াড কোর প্রসেসর (আর্ম কর্টেক্স-এ৭৩) আর্ম মালি-জি৫২ এমসি১ জিপিইউ ব্যবহার করা হয়েছে৷ সাথে মিলবে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ৷ টিভির তিনটি HDMI পোর্টের মধ্যে একটি হল HDMI 2.0 পোর্ট৷ যা ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং অটো লো ল্যাটেন্সি মোড সাপোর্ট করবে৷ এতএব, সনি প্লেস্টেশন৫ বা মাইক্রোসফ্ট এক্সবক্স সিরিজ এক্স গেমিং কনসোলের সাথে কানেক্ট করে টিভিতেই 4K ১২০ হার্টজ গেমিংয়ের মজা নেওয়া যাবে৷

Redmi Max TV 86 দাম ও লভ্যতা

রেডমি ম্যাক্স টিভি ৮৬ এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৯০,৩১২ টাকা)৷ চীনের বাইরে টিভিটি লঞ্চ করার বিষয়ে রেডমি এখনও কিছু জানায়নি৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন