Redmi Note 10S Cosmic Purple কালার ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

Xiaomi গত মে মাসে ভারতে Redmi Note 10S লঞ্চ করেছিল। ফোনটি সেসময় ফ্রস্ট হোয়াইট, শ্যাডো ব্ল্যাক ও মিডনাইট ব্লু কালারে এসেছিল। তবে এবার থেকে ফোনটি আরও একটি নতুন কালারে পাওয়া যাবে। আজ Redmi Note 10S এর কসমিক পার্পেল কালার (Cosmic Purple Colourway) ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে। আগ্রহীরা আজ থেকেই নতুন এই কালার ভ্যারিয়েন্ট কিনতে পারবেন। নতুন রঙে এলেও Redmi Note 10S এর দাম বা স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। উল্লেখ্য, এর আগে ফোনটির এই কালার ভ্যারিয়েন্ট মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল।

Redmi Note 10S Cosmic Purple Colour ভ্যারিয়েন্টের দাম

রেডমি নোট ১০ এস এর কসমিক পার্পেল কালারের ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আবার ১৫,৯৯৯ টাকা মূল্য রাখা হয়েছে এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আজ থেকে Amazon ও mi.com ওয়েবসাইটের মাধ্যমে রেডমি নোট ১০ এস এর কসমিক পার্পেল কালার ভ্যারিয়েন্ট কেনা যাবে।

লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা Redmi Note 10S Cosmic Purple কালারের ভ্যারিয়েন্টের ওপর ১,০০০ টাকা ছাড় পাবেন।

Redmi Note 10S Cosmic Purple Colour ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

রেডমি নোট ১০এস কসমিক পার্পেল কালার ভ্যারিয়েন্ট অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ কাস্টম ওস-এ চলবে। এই ফোনে আছে ১,১০০ নিটস পিক ব্রাইটনেস ও এসজিএস ব্লু লাইট সার্টিফিকেশন সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০) পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে। সুরক্ষার জন্য এই ডিসপ্লের উপর দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। রেডমি নোট ১০এস কসমিক পার্পেল কালার ভ্যারিয়েন্ট মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সহ এসেছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Redmi Note 10S Cosmic Purple কালার ভ্যারিয়েন্টে ফটোগ্রাফির জন্য কোয়াড রিয়ার ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর (এফ/২.৪)। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.৪৫) রয়েছে।

সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, আইআর ব্লাস্টার, ৩.৫মিমি হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে IP53 রেটিং থাকার ফলে জল ও ধুলো নির্দিষ্ট সীমা পর্যন্ত ফোনের কোনও ক্ষতি করতে পারবে না। ফোনটি হাই-রেস অডিও সার্টিফিকেশন সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন