স্ক্রিন ভেঙে গেলে বিনামূল্যে‌ বদলে দেওয়া হবে, Redmi Note 10S আকর্ষণীয় অফারের সাথে কেনার সুযোগ

স্বাধীনতা দিবস উপলক্ষে সবেমাত্র শেষ হয়েছে ই-কমার্স সংস্থাগুলির বিশেষ সেলপর্ব। সেক্ষেত্রে আপনার যদি কোনো নতুন ফোন কেনার পরিকল্পনা থাকে এবং আপনি এই সেলগুলি মিস করে…

স্বাধীনতা দিবস উপলক্ষে সবেমাত্র শেষ হয়েছে ই-কমার্স সংস্থাগুলির বিশেষ সেলপর্ব। সেক্ষেত্রে আপনার যদি কোনো নতুন ফোন কেনার পরিকল্পনা থাকে এবং আপনি এই সেলগুলি মিস করে থাকেন তাহলেও কুছ পরোয়া নেই! কারণ চাইলে আপনিও, এই বছরের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 10S (রেডমি নোট ১০এস) কিনতে পারেন দারুণ অফারে। আসলে এখন Amazon India (অ্যামাজন ইন্ডিয়া), এই নতুন রেডমি নোট সিরিজের ফোনটির সাথে ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই এবং ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির মত সুবিধা দিচ্ছে। সব মিলিয়ে বর্তমানে বেশ অনেকটা সাশ্রয়ে রেডমি নোট ১০এস কেনা যাবে। আসুন ফোনটির সাথে পাওয়া অফারগুলি দেখে নিই…

Redmi Note 10S-এর ওপর রয়েছে এই অফারগুলি

এমনিতে রেডমি নোট ১০এস ফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজযুক্ত ভ্যারিয়েন্টটির দাম ১৫,৯৯৯ টাকা। আবার এর বেস মডেল অর্থাৎ ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটি ১৪,৯৯৯ টাকায় পাওয়া যায়। সেক্ষেত্রে এখন অ্যামাজনের দৌলতে এই দুটি মডেলই ২,৫০০ টাকার নো-কস্ট ইএমআইয়ে কেনা যাবে। একইসাথে থাকবে ১৩,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়া ই-কমার্স সংস্থাটির প্রাইম মেম্বাররা যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে হ্যান্ডসেটটি কেনেন, তাহলে তারা ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। এখানেই শেষ নয়, ফোন কেনার ৬ মাসের মধ্যে ডিসপ্লে ভেঙে গেলে প্রাইম মেম্বাররা একটি বিশেষ অফারের আওতায় বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন। তাই নতুন ফোন কেনার জন্য এ যে এক সুবর্ণ সুযোগ তাতে সন্দেহ নেই!

কী আছে Redmi Note 10S হ্যান্ডসেটে

রেডমি নোট ১০এস ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুলএইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) স্ক্রিন রয়েছে, যার এসপেক্ট রেশিও ২০:৯। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। এতে ৬ জিবি র‌্যামসহ ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প রয়েছে। শুধু তাই নয়, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এছাড়াও রেডমি নোট ১০এস ফোনটিতে কোয়াড বা রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি পোর্ট্রেট লেন্স বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সুবিধা। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন