Redmi Note 10S ভারতে কোয়াড ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার সহ ভারতে লঞ্চ হল

ঘোষণা মতই আজ Xiaomi ভারতে রেডমি নোট ১০ সিরিজের নতুন ফোন হিসাবে Redmi Note 10S লঞ্চ করলো। গত মার্চে ফোনটি ইউরোপে পা রেখেছিল। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। আবার রেডমি নোট ১০এস ফোনে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা সেটআপ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, AMOLED ডিসপ্লে ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন Redmi Note 10S এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নিই…

Redmi Note 10S এর দাম

রেডমি নোট ১০এস এর দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকায়। ফোনটি তিনটি কালারে এসেছে-ডিপ সি ব্লু, ফ্রস্ট হোয়াইট এবং শেডো ব্ল্যাক।

Redmi Note 10S ফোনটি আগামী ১৮ মে থেকে Amazon, Mi.com ও Mi হোম স্টোর এর মাধ্যমে কেনা যাবে।

Redmi Note 10S এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের রেডমি নোট ১০এস ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০) পাঞ্চ হোল AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ১,১০০ নিটস ব্রাইটনেস, ৪৫০০,০০০:১ কন্ট্রাস্ট রেশিও ও SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমএআইইউআই ১২.৫ ওএসে চলে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। সাথে আছে Mail-G76 MC4 জিপিইউ। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 10S ফোনে কোয়াড ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর (এফ/২.৪)। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.৪৫) আছে।

এই ফোনটি IP53 রেটিং প্রাপ্ত, যা জল ও ধুলো প্রতিরোধ করে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট।

কানেক্টিভিটির জন্য রেডমি নোট ১০এস ফোনে ৪জি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, আইআর ব্লাস্টার, এনএফসি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। এতে Hi-Res Audio সার্টিফিকেশন সহ ডুয়েল স্পিকার উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন