Redmi Note 10S আজ ভারতে লঞ্চ হতে চলেছে, জানুন দাম ও ফিচার

আজ ভারতে আসছে Redmi Note 10S। গত মার্চে রেডমি নোট ১০ সিরিজের সাথে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। যদিও সেই সময় ভারতে ফোনটিকে আনা…

আজ ভারতে আসছে Redmi Note 10S। গত মার্চে রেডমি নোট ১০ সিরিজের সাথে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। যদিও সেই সময় ভারতে ফোনটিকে আনা হয়নি। তবে গত সপ্তাহেই শাওমির তরফে রেডমি নোট ১০এস এর ভারতে আগমনের তারিখ নিশ্চিত করা হয়। এমনকি Amazon ফোনটির জন্য মাইক্রোসাইটও তৈরি করেছে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে মাইক্রোসাইট থেকে জানা গেছে।

Redmi Note 10S আজ কখন ভারতে লঞ্চ হবে

শাওমি ভারতে রেডমি নোট ১০এস লঞ্চ করার জন্য একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট দুপুর ১২ টায় শুরু হবে। রেডমি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ইভেন্ট দেখা যাবে। এছাড়াও নিচে দেওয়া লিঙ্ক থেকে ইভেন্টটি সরাসরি দেখতে পারেন।

Redmi Note 10S এর সম্ভাব্য দাম

ভারতে ফোনটির কত দাম হতে পারে সে ব্যাপারে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে ইউরোপে রেডমি নোট ১০এস এর দাম শুরু হয়েছে ২৯৯ ডলার থেকে (প্রায় ১৬,৫০০ টাকা)। সেক্ষেত্রে ভারতে এই ফোনটি ১৫,০০০ টাকার রেঞ্জে আসতে পারে।

Redmi Note 10s এর স্পেসিফিকেশন

আশা করা হচ্ছে রেডমি নোট ১০এস ভারতে একই স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে। সেক্ষেত্রে এই ফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন