সেলের দৌলতে Redmi Note 10T 5G আজ ফের সস্তায় কেনার সুযোগ

চলতি বছরের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 10T 5G। ইতিমধ্যেই ফোনটির বেশ কয়েকটি সেল অনুষ্ঠিত হয়েছে। তবে আজ আরো একবার ফ্ল্যাশ সেলে এই সস্তা ফোনটি কেনার সুযোগ রয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (mi.com) থেকে Redmi Note 10T 5G-এর সেল শুরু হয়েছে। সেল উপলক্ষ্যে ফোনটির সাথে ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। Poco M3 Pro 5G -এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসা এই রেডমি ফোনে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৫,০০০ এমএএইচ পাওয়ারের শক্তিশালী ব্যাটারি সহ রয়েছে।

Redmi Note 10T 5G দাম ও সেল অফার

রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছিল। যার মধ্যে, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। এটি স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের অধীনে মাসিক ৬৮৩ টাকা শোধ করে কেনা যাবে। অন্যদিকে, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৬,৪৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টকে স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের অধীনে মাসিক ৭৭৭ টাকা কিস্তি শোধ করে কিনে নেওয়া যাবে।

রেডমির এই স্মার্টফোনটি খরিদ্দারীর ক্ষেত্রে অন্যান্য ব্যাংক অফারও দেওয়া হচ্ছে। অ্যামাজন থেকে এই ফোনটি কেনার সময়ে, Bank of Baroda-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৭.৫% পর্যন্ত অর্থাৎ ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে ক্রেতাদের। আবার HSBC ব্যাংকের ক্যাশব্যাক কার্ডের ক্ষেত্রে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া, সংস্থার ওয়েবসাইট, Mi.com থেকে যদি এই স্মার্টফোনটি কেনেন আপনারা, তাহলে ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। এরই সাথে, ফোনের স্ক্রিন ভেঙে গেলে অথবা ‘লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজ’ হলে, Mi Screen Protect পলিসির অধীনে এক বছরে ২ বার ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা রয়েছে।

Redmi Note 10T 5G স্পেসিফিকেশন

রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও কর্নি গরিলা গ্লাস প্রোটেকশন সহ একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডট ডিসপ্লে আছে। ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। আবার, ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

ফাস্ট-পারফরম্যান্সের জন্য, রেডমি নোট ১০টি ৫জি ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস স্কিনে চলবে। সিকিউরিটির জন্য রেডমি নোট ১০টি ৫জি হ্যান্ডসেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৫জি ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago