Redmi Note 10T ডুয়েল ক্যামেরা ও Snapdragon 480 প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন

Published on:

Xiaomi আজ জাপানে Redmi Note 10T নামে একটি স্মার্টফোন লঞ্চ করল। নাম দেখেই নিশ্চয়ই ভাবছেন ফোনটি পুরানো এবং গতবছর ভারতে আত্মপ্রকাশ করেছিল। তবে বলে রাখি, নতুন Redmi Note 10T ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সহ এসেছে। যেখানে ভারতে পা রাখা এই সস্তা 5G ফোনে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর। এছাড়া নতুন ফোনটির ডিজাইনও ভিন্ন। আসুন Redmi Note 10T এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

রেডমি নোট ১০টি এর দাম ও লভ্যতা (Redmi Note 10T Price, Availability)

রেডমি নোট ১০টি ফোনের দাম রাখা হয়েছে ৩৪,৫০০ জাপানিজ ইয়েন (প্রায় ২১,০০০ টাকা)। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। রেডমির জাপানের সাইটে ফোনটি এই একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। রেডমি নোট ১০টি তিনটি কালারে এসেছে + ব্ল্যাক, গ্রীন ও ব্লু কালারে এসেছে।

জানিয়ে রাখি, ভারতে Redmi Note 10T 5G ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৪,৪৯৯ টাকা ও ১৬,৪৯৯ টাকা।

রেডমি নোট ১০টি এর স্পেসিফিকেশন (Redmi Note 10T Specifications)

রেডমি নোট ১০টি ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও কর্নি গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল, যার কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আবার রেডমি নোট ১০টি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর দ্বারা চালিত। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Redmi Note 10T ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ওএস স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৫জি ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Redmi Note 10T ফোনে ওয়াই-ফাই ৬ ও ব্লুটুথ ৫.১ সাপোর্ট করবে।

সঙ্গে থাকুন ➥