Redmi Note 11 4G এর দাম সীমিত সময়ের জন্য কমলো, অ্যামাজন দিচ্ছে ১৫০০ টাকার কুপন

চলতি বছরের শুরুতে জনপ্রিয় টেক ব্র্যান্ড রেডমি ভারতীয় বাজারে লঞ্চ করেছে তাদের Redmi Note 11 4G স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই সাশ্রয়ী মূল্যের ফোনটি জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon)-এ মাত্র ১২,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ রয়েছে। তবে এছাড়াও, অ্যামাজন Redmi Note 11 4G-এর সাথে একটি কুপন ডিসকাউন্ট অফার করছে, যাতে এই ফোনটি আরও কম দামে কেনা যাবে। এর সাথে আগ্রহী ক্রেতারা কার্ডের অফারগুলিও পেয়ে যাবেন।

Amazon দিচ্ছে Redmi Note 11 4G-এর ওপর বিশেষ ছাড়

রেডমি নোট ১১ ৪জি-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাধারণ দাম ১২,৯৯৯ টাকা। তবে এবার অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে, ফোনটি ১,২৫০ টাকার কুপন ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত করা হয়েছে৷ ডিসকাউন্ট দিয়ে এখন ফোনটি পাওয়া যাচ্ছে ১১,৭৫০ টাকায়৷ এর পাশাপাশি, আইসিআইসিআই (ICICI), কোটাক (Kotak) এবং আরবিএল (RBL) ব্যাংকগুলির কার্ড সহ ক্রেতারা ইএমআই (EMI) লেনদেনের মাধ্যমে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। এই ব্যাংক অফারের সাথে কুপনটি যোগ করে রেডমি নোট ১১ ৪জি-এর দাম দাঁড়িয়েছে ১০,৭৪৯ টাকা। তবে ব্যাঙ্ক ডিসকাউন্টটি ৩ মে অর্থাৎ আজ অবধিই বৈধ রয়েছে। রেডমি নোট ১১ ৪জি হরিজন ব্লু, স্পেস ব্ল্যাক এবং স্টারডাস্ট হোয়াইট – এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যায়।

রেডমি নোট ১১ ৪জি-এর স্পেসিফিকেশন (Redmi Note 11 4G Specifications)

রেডমি নোট ১১ ৪জি ফোনে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত এবং এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 11 4G- এর ব্যাক প্যানেলে অবস্থিত কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্স উপস্থিত রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11 4G- এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।