Redmi Note 11 4G ভারত সহ গ্লোবাল মার্কেটে আসছে, পেল BIS ও NBTC থেকে ছাড়পত্র

ভারতে আসতে চলেছে Redmi Note 11 4G। সম্প্রতি এই ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। পাশাপাশি ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন বা এনবিটিসি (NBTC) থেকে ছাড়পত্র লাভ করেছে। গত পরশু ফোনটি ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (IMDA) এবং ইউরেশিয়ান ইকোনমিক এরিয়া (EEA) থেকেও অনুমোদন পেয়েছিল। উল্লেখ্য, Redmi Note 11 4G কয়েক সপ্তাহ আগেই চীনে লঞ্চ হয়েছে এবং গুঞ্জন চলছে ফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। যদিও গ্লোবাল মার্কেটে ফোনটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সাথে আসতে পারে, যেখানে চীনা ভার্সনে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ছিল।

রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১১ ৪জি ফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইটে 2201117TI এবং থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইটে 2201117TG মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এখান থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি।

Redmi Note 11 4G-এর সম্ভাব্য দাম

রেডমি নোট ১১ ৪জি ফোনের বিশ্ব বাজারে দাম রাখা হতে পারে ১৯৯ ডলারের (প্রায় ১৫,০০০ টাকা) কাছাকাছি। যেখানে চীনে ফোনটির দাম শুরু হয়েছিল ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৮০০ টাকা) থেকে।

Redmi Note 11 4G এর গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

রেডমি নোট ১১ ৪জি বিশ্ব বাজারে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি সহ আসতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। আবার এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 11 4G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সিকিউরিটির জন্য এতে পাওয়া যেতে পারে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।