দুর্দান্ত ফিচারের Redmi Note 11 4G শীঘ্রই ভারতে লঞ্চ হবে, সস্তায় পাবেন Helio G88 প্রসেসর ও 50MP ট্রিপল ক্যামেরা

Redmi Note 11 4G গত মাসে চীনে আত্মপ্রকাশ করেছিল। ডিভাইসটি Redmi Note 11 5G-এর সস্তা 4G ভার্সন হিসেবে ইতিমধ্যেই প্রভূত জনপ্রিয়তা পেয়েছে। Redmi Note 11 4G বিশ্ববাজারে লঞ্চ করা হবে কিনা, সেটা এখনও নিশ্চিত করেনি শাওমি। তবে এই সম্বন্ধীয় একটি নতুন রিপোর্ট ভারতীয় স্মার্টফোনপ্রেমীদের মন উৎফুল্ল করে দিতে পারে।

৯১মোবাইলস দাবি করেছে, Redmi Note 11 সিরিজের 4G ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়িই এ দেশে আত্মপ্রকাশ করবে। সেই রিপোর্টে ইন্ডাস্ট্রি সোর্স উল্লেখ করে এ কথা জানানো হয়েছে। যদিও ভারতে Redmi Note 11 4G এর অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কিছু জানাতে পারেনি তারা। উল্লেখ্য, Redmi Note 11 4G এখানে Redmi 10 Prime 2022 নামে আসবে বলেও জল্পনা শোনা যাচ্ছে।

রেডমি নোট ১১ ৪জি স্পেসিফিকেশনস (Redmi Note 11 4G Specifications)

রেডমি নোট ১১ ৪জি ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৪ জিবি / ৬ জিবি র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি স্টোরেজ (eMMC 5.1), মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে।

রেডমি নোট ১১ ৪জি ফোনে ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১১ ৪জি এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

রেডমি নোট ১১ ৪জি দাম (Redmi Note 11 4G Price)

রেডমি নোট ১১ ৪জি দু’টি ভ্যারিয়েন্টে চীনে উপলব্ধ। এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৮৬২ টাকা) এবং ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,০৪৯ টাকা)। অর্থাৎ ভারতে এটি বাজেট সেগমেন্টেই লঞ্চ হবে।