Redmi Note 11 Pro 4G চলতি মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে, তার আগে ফাঁস স্পেসিফিকেশন

চলতি মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে Redmi Note 11 সিরিজ। গত অক্টোবরে চীনে প্রথম এই লাইনআপের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হয়। এখন অতিসম্প্রতি রেডমি একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করেছে, আগামী ২৬ জানুয়ারি বিশ্ব বাজারে পা রাখবে রেডমির এই নতুন সিরিজটি। এই সিরিজের অধীনে মোট পাঁচটি মডেল আত্মপ্রকাশ করবে, যেগুলি হল – Redmi Note 11, Note 11S, Note 11 Pro 4G, Note 11 Pro 5G এবং Note 11 Pro+ 5G৷ তবে লঞ্চের আগে আজ এক জনপ্রিয় টিপস্টার Redmi Note 11 Pro 4G ফোনটির সকল স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন। তার দাবি এই ফোনে থাকবে মিডিয়াটেকের প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

রেডমি নোট ১১ প্রো ৪জি – এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi Note 11 Pro 4G Expected Specifications)

টিপস্টার যোগেশ ব্রার রেডমি নোট ১১ প্রো ৪জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটির প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন। উল্লেখযোগ্য ভাবে, ৪জি মডেলে রেডমি নোট ১১ প্রো ৫জি মডেলের মতই স্পেসিফিকেশন গুলি দেখা যাবে, তবে পার্থক্য রয়েছে শুধু ফোন দুটির চিপসেটের ক্ষেত্রে।

রেডমি নোট ১১ প্রো ৪জি ফোনের গ্লোবাল সংস্করণে থাকবে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 11 Pro 4G মডেলের ব্যাক প্যানেল দেওয়া হবে কোয়াড-ক্যামেরা সেটআপ। এর মধ্যে উপস্থিত থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং আরও দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর। হ্যান্ডসেটের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য Note Pro 11 4G ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। এই ফোনটি ৬ জিবি/ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের সাথে আসবে এবং অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, আসন্ন রেডমি ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। উল্লেখ্য, Redmi Note 11 Pro এর ৫জি (5G) মডেলে একই ডিসপ্লে এবং একই ব্যাটারি থাকবে। অন্যদিকে Pro 5G মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর ব্যবহার করা হবে। এই ফোনে ৪জি মডেলের কোয়াড ক্যামেরা সেটআপের বদলে ১০৮ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে।