Redmi Note 11 Pro ভারতে লঞ্চের দোরগোড়ায় পৌঁছল, দেখা গেল IMEI ডেটাবেসে

Redmi Note 11T 5G, Redmi Note 11-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে  ইতিমধ্যেই ভারতে আত্মপ্রকাশ করেছে। এবার মনে হচ্ছে Redmi Note  11 Pro-র পালা। Redmi Note 11 সিরিজের Pro ভ্যারিয়েন্ট চীনের বাইরে এখনও ছাড়া হয়নি। তবে যা গতিপ্রকৃতি, Redmi Note 11 Pro-র ভারতীয় ভ্যারিয়েন্ট তাড়াতাড়িই ভারতে লঞ্চ করা হতে পারে।

Redmi Note 11 Pro-র ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট 21091116I মডেল নম্বরের সঙ্গে IMEI ডেটাবেসে দেখা গিয়েছে। বিষয়টি জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার নজরে প্রথম আসে। তিনি সেটির স্ক্রিনশট তুলে টুইটারে শেয়ার করেছেন।

উল্লেখ্য, চীনে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro-র মডেল নম্বর ছিল 21091116C (C – China)৷ আর IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া ফোনের মডেল নম্বর 21091116I (I – India)। অর্থাৎ এটি যে Redmi Note 11 Pro-র ভারতীয় ভার্সন, তা নিয়ে সন্দেহের কোনও জায়গা থাকল না। এখন দেখার বিষয়, Redmi Note 11 Pro এ দেশে অরিজিনাল নামেই লঞ্চ করা হবে কিনা। কারণ রিপোর্ট বলছে ফোনটি Xiaomi ব্র্যান্ডিংয়ের সঙ্গে আসবে। নাম হবে Xiaomi 11i। যদিও IMEI ডেটাবেসে চীনা ভ্যারিয়েন্টের নামই উল্লেখ করা হয়েছে।

রেডমি নোট ১১ প্রো স্পেসিফিকেশনস (Redmi Note 11 Pro Specifications)

রেডমি নোট ১১ প্রো ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ প্রো।

ফোনটির ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা বর্তমান – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনের সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

রেডমি নোট ১১ প্রো-র ব্যাটারি ক্যাপাসিটি ৫,১৬০ এমএএইচ। এর সঙ্গে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ৪৩ মিনিটে ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। দুর্দান্ত সাউন্ড এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য প্রফেশনালি টিউনড জেবিএল স্পিকার আছে এই হ্যান্ডসেটে।