চীনে Redmi Note 11 Pro+ 5G এর দাম কমল, আগামী সপ্তাহে ভারতেও কম মূল্যে লঞ্চ হতে পারে

শাওমি গত বছরের অক্টোবরে চীনে Redmi Note 11 সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছিল। তার মধ্যে সবচেয়ে বেশি হৈচৈ ফেলেছে Redmi Note 11 Pro+ 5G৷ কারণ এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো প্রচুর আকর্ষণীয় ফিচার রয়েছে। হ্যান্ডসেটটি আগামী সপ্তাহে ভারতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করছে। এখানে কত টাকায় পাওয়া যাবে, সে নিয়েও চলছে বিস্তর চর্চা। তবে চমকে দিয়ে রেডমি চীনে Redmi Note 11 Pro+ 5G এর দাম কমানোর ঘোষণা করল‌। গ্রাহকদের হাতে আরও সস্তায় এই দুর্দান্ত ফোন তুলে দেওয়ার লক্ষ্যেই উক্ত পদক্ষেপ।

অক্টোবরে লঞ্চ হওয়ার সময় Redmi Note 11 Pro+ 5G এর ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০৯৯ ইউয়ান ধার্য করা হয়েছিল, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৫,১৭৮ টাকার সমান। এখন মূল্য কাটছাঁট হওয়ার ফলে সে দেশে ডিভাইসটি ১৯৯৯ ইউয়ানে (প্রায় ২৩,৯৭৮ টাকা) পাওয়া যাচ্ছে।

একই ভাবে Redmi Note 11 Pro+ 5G এর ৮ জিবি + ২৫৬ জিবি মেমরি অপশনের দাম ১০০ ইউয়ান (প্রায় ১১৯৯ টাকা) কমানো হয়েছে। সেটির বর্তমান মূল্য ২২৯৯ ইউয়ান (আনুমানিক ২৭,৫৭১ টাকা)। স্মার্টফোনটির নতুন দাম বিভিন্ন অনলাইন স্টোরের পাশাপাশি শাওমির অফলাইন স্টোরে কার্যকর হয়েছে।

Redmi Note 11 Pro+ 5G এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর, এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫-১৭ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।