Redmi Note 11 Pro+ 5G: রেডমি নোট ১১ সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন আসছে ২৯ মার্চ

গত জানুয়ারি মাসে স্মার্টফোন সংস্থা শাওমি গ্লোবাল মার্কেটে তাদের Redmi Note 11 সিরিজের অধীনে চারটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। তবে জানা যাচ্ছে সংস্থাটি এই চারটি ফোনেই থেমে থাকবে না। কারণ সম্প্রতি শাওমি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে যে, Redmi Note 11 সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন হ্যান্ডসেট আগামী ২৯ মার্চ গ্লোবাল মার্কেটে পা রাখবে। আসুন এই আপকামিং ফোনটি সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল তা জেনে নেওয়া যাক।

Redmi Note 11 সিরিজের নতুন স্মার্টফোন বিশ্ব বাজারে আসছে চলতি মাসেই

শাওমি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছে যে, তারা আগামী ২৯ মার্চ রেডমি নোট ১১ সিরিজের পঞ্চম ডিভাইসটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। সংস্থাটি বলেছে যে, আসন্ন এই হ্যান্ডসেটটি এখন পর্যন্ত সমগ্র রেডমি নোট সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল হিসেবে বাজারে উন্মোচিত হবে।

প্রসঙ্গত, সার্টিফিকেশন সাইটের তালিকা এবং বিভিন্ন রিপোর্টের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে নোট ১১ সিরিজের এই আপকামিং হ্যান্ডসেটটি রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি-এর চীনা ভ্যারিয়েন্ট হবে। টেক সাইট শাওএমআইইউআই (Xiaomiui)-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্টেও এই তথ্যটিকেই সমর্থন করা হয়েছে। জানিয়ে রাখি, এই ফোনটি অফিসিয়াল লঞ্চের আগেই ইতিমধ্যেই কিছু বাজারে উপলব্ধ রয়েছে। পিসারোপ্রো (pisarropro) কোডনেমের রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি মডেলটি চীনের বাজারে অক্টোবরে লঞ্চ করা হয়েছিল। এই একই হ্যান্ডসেটটি আবার ভারতীয় বাজারে শাওমি ১১আই হাইপারচার্জ নামে আত্মপ্রকাশ করেছে।

রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি- এর স্পেসিফিকেশন (Redmi Note 11 Pro+ 5G Specifications and Features)

রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা এবং কর্নিং গরিলা গ্লাস ৫- এর সুরক্ষা অফার করে৷ এই হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত এবং এর সাথে গ্রাফিক্সের জন্য মালি জি৬৮ (Mali G68) জিপিইউ দেওয়া হয়েছে, এতে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 11 Pro+ 5G ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো লেন্স সহ একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11 Pro+ 5G ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট হাইপারচার্জ চার্জিং সাপোর্ট করে৷ এই রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করে। এছাড়া, এই হ্যান্ডসেটটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং জেবিএল (JBL)-এর টিউন করা একটি স্টেরিও স্পিকার সেটআপ অফার করে।