Redmi Note 11 Pro+ ও Xiaomi 11T Pro শীঘ্রই ভারতে আসছে, থাকবে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট

Xiaomi আজ ভারতে Redmi Note 11T 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। তবে এখন মনে হচ্ছে সংস্থাটি শীঘ্রই ভারতে আরও একটি ফোন নিয়ে আসবে, যেখানে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের নাম হাতে পারে Xiaomi 11T Pro বা Redmi Note 11 Pro+। ইতিমধ্যেই ফোন দুটি গ্লোবাল মার্কেটে ও চীনে পা রেখেছে। তবে টিপস্টার, মুকুল শর্মা জানিয়েছেন, Redmi Note 11 Pro+ ফোনটি এবার ভারতে আসবে। আবার Xiaomi 11T Pro ফোনকে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ফলে এই ফোনটিও ভারতে আত্মপ্রকাশ করতে পারে। যদিও আমাদের অনুমান, দুটি ফোনের কোনো একটি ভারতে আসবে। এই দুটি ফোনেই 120W ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, শর্মা কিছুদিন আগেই দাবি করেছিলেন Realme, Oppo, Vivo-র মতো সংস্থাগুলি কয়েক মাসের মধ্যেই ভারতে 100+W ফাস্ট চার্জিং সাপোর্টের ফোন লঞ্চ করবে। সেক্ষেত্রে শাওমির এই নতুন ফোনের সাথে আপকামিং ফোনগুলির টক্কর চলবে।

Redmi Note 11 Pro+ বা Xiaomi 11T Pro ভারতে আসছে

মুকুল শর্মা, ৯১মোবাইলস কে জানিয়েছেন, Redmi Note 11 Pro+ ফোনটি ডিসেম্বরে ভারতে লঞ্চ হবে। তবে ভারতে এই ফোনের নাম রাখা হতে পারে Xiaomi 11i HyperCharge। টিপস্টার লঞ্চের নির্দিষ্ট তারিখ জানাননি।

এদিকে ৯১মোবাইলস, Xiaomi 11T Pro ফোনকে BM58 মডেল নম্বরের সাথে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। ফলে এই ফোনটিও ভারতে লঞ্চ হতে পারে। গত সেপ্টেম্বরে ফোনটি গ্লোবাল মার্কেটে পা রেখেছিল।

Redmi Note 11 Pro+ ফোনের স্পেসিফিকেশন

রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চলবে। চীনে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ ফোনটি লঞ্চ হয়েছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য আছে ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট (বাক্সে থাকবে) সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ক্যামেরার কথা বললে, Redmi Note 11 Pro+ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল ডুয়েল ISO সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (HM2), ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Xiaomi 11T Pro ফোনের স্পেসিফিকেশন

শাওমি ১১টি প্রো ফোনে আছে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে‌। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে চলে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ এসেছে।

Xiaomi 11T Pro

ফটোগ্রাফির জন্য Xiaomi 11T Pro ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো সেন্সর। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ১২০ ওয়াট হাইপার চার্জ টেকনোলজি সাপোর্ট করবে।