Redmi Note 11 Pro সিরিজ ও Redmi Watch 2 Lite আর কিছুক্ষণের মধ্যে লঞ্চ হচ্ছে, এখানে লাইভ দেখুন

আজ ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+ 5G। পাশাপাশি Redmi Watch 2 Lite স্মার্টওয়াচটিও এদেশে পা রাখবে। কোম্পানির তরফে…

আজ ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+ 5G। পাশাপাশি Redmi Watch 2 Lite স্মার্টওয়াচটিও এদেশে পা রাখবে। কোম্পানির তরফে প্রোডাক্টগুলি লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই Redmi Note 11 Pro সিরিজের চীনে আত্মপ্রকাশ ঘটেছে। ফলে এদের ফিচার আমাদের জানা। আবার কয়েকদিন আগে ফোনগুলির দাম ফাঁস হয়েছে। এদিকে Redmi Watch 2 Lite গতবছর নভেম্বরে বিশ্ববাজারে লঞ্চ হয়েছে। এতে আছে কালার ডিসপ্লে প্যানেল, ইন-বিল্ড জিপিএস-বেসড লোকেশন ট্র্যাকিং টেকনোলজি, ২৪x৭ হার্ট রেট মনিটরিং এবং ১০০টিরও বেশি ওয়ার্কআউট মোড সহ দুর্দান্ত ফিচার।

রেডমি নোট ১১ প্রো সিরিজ ভারতে লঞ্চ লাইভ দেখুন (Redmi Note 11 Pro series India launch livestream)

আগেই বলেছি রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ প্রো প্লাস স্মার্টফোন ও রেডমি ওয়াচ ২ লাইট স্মার্টওয়াচ লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট দুপুর ১২টা থেকে শুরু হবে। রেডমির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ইভেন্ট দেখা যাবে। এছাড়া নীচে দেওয়া লিংক থেকেও ইভেন্টটি সরাসরি দেখা যাবে।

রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ প্রো প্লাস ভারতে দাম (সম্ভাব্য) (Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ 5G Expected Price in India)

রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১১ প্রো এর ৬ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা হতে পারে। এটি তিনটি কালারে বেছে নেওয়া যাবে – ফ্যান্টম হোয়াইট, স্কাই ব্লু এবং স্টিলথ ব্ল্যাক।

অন্যদিকে, রেডমি নোট ১১ প্রো+ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম + ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২১,৯৯৯ টাকা এবং ২৩,৯৯৯ টাকা রাখা হবে। ফোনটি মিরাজ ব্লু, ফ্যান্টম হোয়াইট এবং স্টিলথ ব্ল্যাক কালার অপশনে আসবে।

Redmi Note 11 Pro স্পেসিফিকেশন

রেডমি নোট ১১ প্রো অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। ফোনটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর সহ আসবে। আর, স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই ডিভাইসে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi Note 11 Pro স্মার্টফোনে ৬৭ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi Note 11 Pro+ 5G স্পেসিফিকেশন

রেডমি নোট ১১ প্রো+ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরে কাজ করবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। এটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম সহ আসবে।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। পূর্ববর্তী মডেলের মতো, এতেও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi Note 11 Pro ফোনের ন্যায় এই মিড-রেঞ্জ স্মার্টফোনটির ব্যাটারি ও চার্জিং ক্যাপাসিটি এক সমান।