আগামীকাল লঞ্চ হচ্ছে Redmi Note 11 Pro সিরিজ, স্মার্টফোনগুলি কেনার প্রধান ১০টি কারণ দেখে নিন

আপনি কি নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি ঝাঁ-চকচকে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর!…

আপনি কি নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি ঝাঁ-চকচকে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! কারণ আগামীকাল ৯ মার্চ Xiaomi (শাওমি) অধীনস্থ টেক ব্র্যান্ড Redmi (রেডমি) একটি লঞ্চ ইভেন্টে ভারতে Redmi Note 11 Pro সিরিজ লঞ্চ করবে। আর বহুল প্রতীক্ষিত এই লাইনআপের অধীনে Redmi Note 11 Pro (রেডমি নোট ১১ প্রো) এবং Redmi Note 11 Pro+ 5G (রেডমি নোট ১১ প্রো+ ৫জি) নামের দুটি নয়া স্মার্টফোন ভারতে পদার্পণ করতে চলেছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই উক্ত দুটি 4G এবং 5G স্মার্টফোন বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছিল, তবে এবার ফোনগুলি ভারতের মাটিতে পা রাখতে প্রস্তুত। ফলে আপনি যদি মিড-রেঞ্জে একটি দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, তাহলে রেডমি নোট ১১ প্রো সিরিজের এই মডেল দুটি এককথায় আদর্শ বলা চলে। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে, এই সিরিজের স্মার্টফোনগুলিতে এমন কী ফিচার পাওয়া যাবে যা এটিকে অন্যান্য হ্যান্ডসেটের থেকে আলাদা করে তুলবে? সেই কথাই আমরা আপনাকে এই প্রতিবেদনে বিশদে জানাতে চলেছি।

১০টি আকর্ষণীয় কারণ যা Redmi Note 11 Pro সিরিজটিকে দুর্দান্ত করে তোলে:

১) এই সিরিজের ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, যা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সর্বোচ্চ রেজোলিউশনের ইমেজ সেন্সর। মিড-রেঞ্জের স্মার্টফোনে এত উন্নত মানের সেন্সরের দেখা পাওয়া সত্যিই বিরল ব্যাপার।

২) রেডমি নোট ১১ প্রো-তে একটি দুর্দান্ত AMOLED স্ক্রিন রয়েছে, যা ইউজারদের ভিউয়িং এক্সপেরিয়েন্সকে অত্যন্ত আকর্ষণীয় এবং প্রাণবন্ত করে তুলবে।

৩) ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ আসা এই সিরিজের ফোনগুলির ডিসপ্লে ইউজারদের ল্যাগ-ফ্রি, সুপারফাস্ট, এবং সাবলীল ভিউয়িং এক্সপেরিয়েন্স প্রদান করবে।

৪) স্ক্রিনটি রিডিং মোড ৩.০ সহ ১২০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত হওয়ায় তীব্র সূর্যালোকের মধ্যেও ফোনের কোনো লেখা খুব সহজেই পড়া যাবে।

৫) বিশ্বের সবচেয়ে স্লিম আল্ট্রা-হাই রেজোলিউশন HM2 ইমেজ সেন্সর এবং ৯-ইন-১ (9-in-1) পিক্সেল বিনিং প্রযুক্তির সাহায্যে এই ফোন দুটি কম আলোতেও দুর্দান্ত ফটো ক্যাপচার করতে সক্ষম।

৬) রেডমি নোট ১১ প্রো সিরিজের ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৬৭ ওয়াট সোনিক চার্জ ৩.০ টেকনোলজি সহায়তায় এই সিরিজের ফোনগুলি মাত্র ১৫ মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যায়, এবং শক্তিশালী ব্যাটারি থাকায় মাত্র ১৫ মিনিটের চার্জেই এই ফোনগুলি সারাদিন ধরে অ্যাক্টিভ থাকে।

৭) রেডমি নোট ১১ প্রো+ ৫জি ফোনে অ্যাডভান্সড ৫জি টেকনোলজি ব্যবহার করা হয়েছে। উন্নত মানের ৫জি ব্যান্ড থাকায় মার্কেটের অন্যান্য স্মার্টফোনের তুলনায় এই ফোনটি দুর্দান্ত স্পিডে ৫জি নেটওয়ার্ক ক্যাপচার করতে পারবে।

৮) রেডমি নোট ১১ প্রো+ ৫জি-তে যে লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে, তা একটি লেটেস্ট ইনোভেশন যা এই রেঞ্জের স্মার্টফোনে খুব কমই দেখা যায়। অনেকক্ষণ ব্যবহারের ফলে ফোন খুব বেশি গরম হয়ে গেলে এই টেকনোলজি সেটিকে চটজলদি ঠান্ডা করে দিতে ভীষণরকমভাবে পটু।

৯) রেডমি নোট ১১ প্রো+ ৫জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, যার ফলে এটি ইউজারদের এক দুরন্ত এবং অসাধারণ পারফরম্যান্স অফার করবে।

১০) দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন সহ এই স্মার্টফোন দুটি ২৫ হাজার টাকারও কম দামে পকেটস্থ করা যেতে পারে। ফলে মিড-রেঞ্জের নজরকাড়া স্মার্টফোন হিসেবে Redmi Note 11 Pro সিরিজ যে মার্কেটে ব্যাপকভাবে জনপ্রিয় হবে, সেকথা বলাই বাহুল্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন