eSanjeevani App: ঘরে বসেই বিনামূল্যে পাবেন চিকিৎসা, অনলাইনে এভাবে করুন অ্যাপ্লাই

তিন বছরেরও বেশি সময় আগে লঞ্চ হওয়া সরকারি টেলি-মেডিসিন অ্যাপ e-Sanjeevani, এখন প্রচুর মানুষের জীবন রক্ষাকারী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই অ্যাপের স্বাস্থ্য সম্বন্ধিত সুবিধার প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। যারা এখনও e-Sanjeevani সম্পর্কে জানেননা তাদের বলি, এটি একটি ফ্রি টেলি-মেডিসিন অ্যাপ, যার মাধ্যমে স্বল্প আয়কারী মানুষজন ঘরে বসেই বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ইতিমধ্যেই এই অ্যাপটি ১০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে না গিয়ে চিকিৎসা করাতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটির সাহায্য নিতে পারবেন। ঠিক কীভাবে e-Sanjeevani অ্যাপের সুবিধা বিনামূল্যে উপভোগ করা যাবে, আজ বলব সেই কথাই।

বিনামূল্যে বাড়িতে চিকিৎসার সুবিধা পেতে e-Sanjeevani অ্যাপ এভাবে ধাপে ধাপে ব্যবহার করুন

১. ই-সঞ্জীবনী অ্যাপটি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় ধরণের স্মার্টফোন ইউজারদের জন্যই উপলব্ধ। তাই এটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

২. সেক্ষেত্রে বিনামূল্যে বাড়িতে চিকিৎসার সুবিধা পেতে আপনাকে অ্যাপ ডাউনলোড করার পর ভেরিফিকেশন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে মোবাইল নম্বর।

৩. এরপর অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে হবে – এক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার রাজ্য বেছে নিতে হবে।
পরবর্তী ধাপে জেনারেল ওপিডি (OPD) এবং স্পেশালিটি ওপিডির মধ্যে কোনো একটি বিকল্প বেছে নিতে হবে।

৪. এরপর আপনি কোন ওপিডির লোকেশনে চিকিৎসা করতে চান তা নির্বাচন করতে হবে এবং মোবাইল নম্বরটি ভেরিফাই করতে হবে।

৫. মোবাইল নম্বরে ওটিপি এলে সেটি স্ক্রিনে লিখতে হবে।

৬. এরপর ই-সঞ্জীবনীওপিডি (e-SanjeevaniOPD)-তে পুরো নাম, ইমেল, লিঙ্গ এবং বয়সের মত প্রয়োজনীয় তথ্য লিখতে হবে।

৭. পরের ধাপে রাজ্য, জেলা এবং শহর নির্বাচনের পাশাপাশি ঠিকানা এবং পিন কোড লিখতে হবে এবং রোগীর হেল্থ রেকর্ড (শারীরিক অসুবিধা, আগের চিকিৎসার কথা) লিখতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যদি আপনার কোনো হেল্থ রেকর্ড না থাকে, তবুও কিন্তু আপনি এই অ্যাপে টোকেন তৈরি করতে পারেন।

৮. উপরোক্ত এর জন্য, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি কনফার্মেশন মেসেজ আসবে।

৯. রেজিস্ট্রেশনের পর আপনাকে আরো কিছু অপশন দেওয়া হবে – ফিজিশিয়ান, অর্থোপেডিক, স্কিন, ডেন্ট, গাইনি, নিউরো ইত্যাদি।

১০. এক্ষেত্রে নির্দিষ্ট বিকল্প নির্বাচন করে, পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনি ডাক্তারের কাছ থেকে পরামর্শ (পড়ুন ই-কনসাল্টেশন) নিতে পারবেন।